কিকি চ্যালেঞ্জ রুখতে এবার পথে নামলেন স্বয়ং ‘যমরাজ’ ! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

RJ Sriram’s Kiki Challenge video warns against it with this hilarious take featuring Yamraj (Facebook)

RJ Sriram’s Kiki Challenge video warns against it with this hilarious take featuring Yamraj (Facebook)

  • Share this:

    #বেঙ্গালুরু: গোটা বিশ্বই এখন কিকি চ্যালেঞ্জ জ্বরে ভুগছে ৷ সোশ্যাল মিডিয়ায় এই চ্যালেঞ্জ ভাইরাল হওয়ার পর এখন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই মেতেছেন এই চ্যালেঞ্জে ৷ মুম্বই পুলিশ এই নিয়ে সম্প্রতি ট্যুইটারে সতর্কবার্তা জানিয়েছে ৷ গোটা দেশেই পুলিশের পক্ষ থেকে কিকি রুখতে নানা প্রচার চালিয়েও তাতে কোনও ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের ৷ গোটা দেশজুড়েই কিকি চ্যালেঞ্জ নিয়ে নানা সচেতনতামূলক প্রচার চালিয়েও বিশেষ কোনও লাভ হচ্ছে না ৷ এবার তাই পথে নামলেন স্বয়ং ‘যমরাজ’ ৷

    কিকি চ্যালেঞ্জ রুখতে যখন কোনও কিছুই কাজে দিচ্ছে না ৷ তখন এগিয়ে এলেন এই যমরাজ ৷ ভিডিওতে দেখা যাচ্ছে  বেঙ্গালুরুর এক রেডিও জকি শ্রীরাম কিকি চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করতে যাচ্ছেন, ঠিক সেই সময় তাঁকে এসে আটকাচ্ছেন যমরাজ ৷ বেঙ্গালুরুতে সাধারণত পুলিশ যমরাজ বা গণেশের বাণী পথ সচেতনতা বাড়ানোর কাজে ব্যবহার করে থাকে ৷ এবার তাই কিকি রুখতেও এই অভিনব উপায় নেওয়া হল ৷

    কিকি দুর্ঘটনা এড়াতেই এই  ভিডিও। ওই রেডিও জকি নিজের ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন একটি অ্যান্টি কিকি ভিডিও, যেখানে দেখানো হচ্ছে কিকি-তে মত্ত রেডিও জকিকে শিক্ষা দিতে হাজির স্বয়ং যমরাজ। কিকি রুখতে বেঙ্গালুরুর রাস্তায় কীভাবে এগিয়ে এলেন যমরাজ ৷  দেখে নিন সেই ভিডিও ৷ 

    First published:

    Tags: Bengaluru Kiki Challenge, Kiki Challenge, Yamraj Kiki Challenge