Visakhapatnam: হিন্দুস্তান শিপইয়ার্ডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্রেন ! পিষে মৃত্যু ১১ জনের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
লোড টেস্টিংয়ের সময়েই এদিন দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
#বিশাখাপত্তনম:অগাস্টের প্রথম দিনেই মর্মান্তিক দুর্ঘটনা বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ডে ! একটি ক্রেন উল্টে পড়ায় প্রাণ হারালেন অন্তত ১১ জন ৷ আহত আরও বেশ কয়েকজন বলে জানা গিয়েছে ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আরও বেশ কয়েকজনের এখনও ক্রেনের তলায় চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে ৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ শনিবার বেলা ১২.৩০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ ক্রেনটি ভার বহনে কতটা উপযোগী, তা পরীক্ষা করে দেখা হচ্ছিল ৷ সেই সময়েই আচমকা ভেঙে পড়ে ক্রেনটি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এত বেশি মাল বহনের ক্ষমতা ছিল না ক্রেনটির ৷
JUST IN: At least 10 persons were crushed to death when a giant crane collapsed at Hindustan Shipyard limited at Visakhapatnam. More on https://t.co/X6u8VmjtSE | @SreeniExpress pic.twitter.com/eO728JvjRI
— The Indian Express (@IndianExpress) August 1, 2020
advertisement
লোড টেস্টিংয়ের সময়েই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। শিপইয়ার্ডের কর্মীদের কথায়, ক্রেনে অত্যাধিক বেশি মাল তোলা হয়ে গিয়েছিল ৷ তার জেরেই এই দুর্ঘটনা ৷ অতিরিক্ত মালের ভার সামলানোর মতো ক্ষমতা ক্রেনটির ছিল না ৷ ফলে সবার চোখের সামনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি ৷ রেজিস্টার দেখেই দুর্ঘটনার সময় ঠিক কতজন কর্মী ঘটনাস্থলে ছিলেন, তা জানার চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2020 3:14 PM IST