Visakhapatnam: হিন্দুস্তান শিপইয়ার্ডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্রেন ! পিষে মৃত্যু ১১ জনের

Last Updated:

লোড টেস্টিংয়ের সময়েই এদিন দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

#বিশাখাপত্তনম:অগাস্টের প্রথম দিনেই মর্মান্তিক দুর্ঘটনা বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ডে ! একটি ক্রেন উল্টে পড়ায় প্রাণ হারালেন অন্তত ১১ জন ৷ আহত আরও বেশ কয়েকজন বলে জানা গিয়েছে ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আরও বেশ কয়েকজনের এখনও ক্রেনের তলায় চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে ৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ শনিবার বেলা ১২.৩০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ ক্রেনটি ভার বহনে কতটা উপযোগী, তা পরীক্ষা করে দেখা হচ্ছিল ৷ সেই সময়েই আচমকা ভেঙে পড়ে ক্রেনটি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এত বেশি মাল বহনের ক্ষমতা ছিল না ক্রেনটির ৷
advertisement
লোড টেস্টিংয়ের সময়েই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। শিপইয়ার্ডের কর্মীদের কথায়, ক্রেনে অত্যাধিক বেশি মাল তোলা হয়ে গিয়েছিল ৷ তার জেরেই এই দুর্ঘটনা ৷ অতিরিক্ত মালের ভার সামলানোর মতো ক্ষমতা ক্রেনটির ছিল না ৷ ফলে সবার চোখের সামনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি ৷ রেজিস্টার দেখেই দুর্ঘটনার সময় ঠিক কতজন কর্মী ঘটনাস্থলে ছিলেন, তা জানার চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Visakhapatnam: হিন্দুস্তান শিপইয়ার্ডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্রেন ! পিষে মৃত্যু ১১ জনের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement