Viral Video | Snake: এক ছোবলেই ছবি! চলন্ত বাসে উঠে বসল কোবরা! তারপর? ভয়াবহ কাণ্ড! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video | Snake: ছয় ফুট লম্বা কোবরা উঠে বসল বাসের সিটে! চলন্ত বাসে কোবরা! তারপরেই ঘটল ভয়াবহ কাণ্ড! ভাইরাল ভিডিও
#কর্ণাটক: সাপ এমন এক জীব যাকে দেখলেই মানুষের মনে ভয় হয়। এই বুঝি দিল কামড়। তবে এই ভয় কিন্তু অহেতুক। সাপ সাধারণত ভয় না পেলে কামড়ায় না। এবং সব থেকে নিরিহ একটি জীব। কিন্তু ওদের চলন এমন যে সকলে ভয় পায়। মজার বিযয় হল বেশির ভাগ সাপের বিষ থাকে না। সাধারণত পুকুরে বা নালায় মাঝে মধ্যে যে সব সাপ ঘুরে বেড়ায় তারা বিষহীন হয়। তবে কোবরা হলে আলাদা কথা! কোবরাকে বিষধর বলেই জানা হয়। এক ছোবলে ছবি।
সম্প্রতি এই কোবরা ভয়াবহ কাণ্ড ঘটাল। কর্ণাটকে একটি বাস রোজকার মতোই যাত্রা শুরু করে। তাতে যাত্রীরা উঠে অনেক দূর চলেও যান। মজার কথা হল, যাত্রীদের সঙ্গে সঙ্গে এক কোবরা বাবাজিও উঠে পড়ে এই বাসে। এর পর ঘাপটি মেরে সে বসে থাকে এক কোণে। কিন্তু মানুষের চোখ এড়িয়ে যাবে? একি হয়! তাই যা হওয়ার তাই হল।
advertisement
advertisement
advertisement
এক যাত্রী দেখে ফেলেন কোবরাটিকে। সঙ্গে সঙ্গে বাসে হুড়োহুড়ি পড়ে যায়। ছোবলে ছবি হওয়ার ভয়ে সকলে এদিক ওদিক করতে থাকেন। এতে আরও ভয় পেয়ে কোবরা ছুটোছুটি শুরু করে। অবশেষে বাস থামানো হয়। যাত্রীরা লাফিয়ে নেমে পড়েন। কিন্তু কোবরা ফের ঘাপটি মেরে বসে থাকে। এর পর সাপ ধরার টিমকে খবর দেওয়া হয়। বন দফতর থেকে কর্মীরা এসে উদ্ধার করে সেই কোবরাকে। এর পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সাপটিকে। না সে কাউকে ছবি করেনি। উল্টে নিজেই ভয়ে আধ-মরা হয়েছিল। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 9:37 PM IST