ভাইরাল ভিডিও: কেক কেটে বিষধর সাপদের খাওয়ানো হচ্ছে! ট্যুইটারে নিন্দার ঝড়

Last Updated:

ভিডিও-তে দেখা যাচ্ছে৷ সর্প দিবস উপলক্ষে কেক কাটা হচ্ছে৷ সকলের হাতেই একটি করে বিষধর সাপ৷ কেক কাটার পরে সেই কেক সাপগুলিকে খাওয়ানো হচ্ছে৷ ঘটনাটি ঝাড়খণ্ডের৷

প্রতি বছর ১৬ জুলাই দিনটি বিশ্ব সর্প দিবস (World Snake Day) হিসেবে পালিত হয়৷ এবছরও হয়েছে৷ ট্যুইটারে সর্পপ্রেমীরা নানা সাপের ছবিতে ভরিয়ে দিয়েছেন৷ কিন্তু একটি ভিডিও সকলের চোখ কপালে তুলে দিয়েছে৷ ভিডিওটি ভাইরাল৷
ভিডিও-তে দেখা যাচ্ছে৷ সর্প দিবস উপলক্ষে কেক কাটা হচ্ছে৷ সকলের হাতেই একটি করে বিষধর সাপ৷ কেক কাটার পরে সেই কেক সাপগুলিকে খাওয়ানো হচ্ছে৷ ঘটনাটি ঝাড়খণ্ডের৷
advertisement
advertisement
fotothon-এর অন্যতম কর্ণধার বিরাট এ সিং এই ভিডিওটি শেয়ার করেন৷ মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়৷ ক্যাপশনে লিখেছিলেন, '#WorldSnakeDay2020 উদযাপন করতে, ওঁরা কেক কাটলেন৷ সাপেদের কেক খাওয়ালেন৷ যদি এঁরা সাপ উদ্ধারকারী হন, তা হলে এঁরাই সাপেদের পক্ষে সবচেয়ে বেশি ক্ষতিকর৷ এই ভিডিওটি ঝাড়খণ্ডের সম্ভবত৷'
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার রমেশ পাণ্ডে ট্যুইটটি রি-ট্যুইট করে লিখেছেন, এই ভাইরাল ভিডিও প্রমাণ করে বন্যপ্রাণী সংরক্ষণের ঠিকমতো শিক্ষা কতটা জরুরি৷ কেক সাপদেরে পক্ষে কতটা ক্ষতিকর, তা এঁরা জানেন না৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভাইরাল ভিডিও: কেক কেটে বিষধর সাপদের খাওয়ানো হচ্ছে! ট্যুইটারে নিন্দার ঝড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement