অ্যান্টি রোমিও স্কোয়াডের হাতে কীভাবে নির্যাতিত হতে হল এক যুগলকে ! দেখে নিন
Last Updated:
অ্যান্টি রোমিও স্কোয়াডের নাম করে এখন অনেকেই যুগলদের উপর অত্যাচার চালাচ্ছে উত্তর প্রদেশ ৷
#লখনউ: অ্যান্টি রোমিও স্কোয়াডের নামে উত্তরপ্রদেশে এখন প্রায়শই নানারকম হেনস্তার শিকার হতে হচ্ছে প্রেমিক যুগলদের ৷ রাস্তায় প্রকাশ্যে কোনও কাপলকে ঘনিষ্ঠ হতে দেখলে তো দূরের কথা, কাছাকাছি দেখলেই সেখানে পৌঁছে যাচ্ছে অ্যান্টি রোমিও স্কোয়াডের সদস্যরা ৷ তারপর অশ্রাব্য গালিগালাজের পাশাপাশি মারধর করতেও ছাড়ছে না তারা ৷
উত্তরপ্রদেশে এমনই একটি অ্যান্টি রোমিও স্কোয়াডের অত্যাচারের দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ সেখানে দেখা যাচ্ছে জোর করে মারধর করা হচ্ছে যুগলকে ৷ ওই যুবক-যুবতী রাস্তায় দাঁড়িয়ে একান্তে কথা বলেছিলেন শুধু। সেটাই হয়ে গেল তাদের সবচেয়ে বড় দোষ ! তখনই হঠাৎ আবির্ভাব অ্যান্টি রোমিও স্কোয়াডের ৷ প্রকাশ্যে প্রেম করার ‘অপরাধে’ শুরু হয় সাংঘাতিক নির্যাতন। বেল্ট, রড দিয়ে মারা শুরু হয় দু’জনকে। দু’জন হাতজোড় করে ক্ষমা চাইতে থাকেন। কিন্তু তাতে শান্ত হয়নি নিগ্রহকারীরা। উল্টে ছেলে-মেয়েটিকে তখনই বিয়ে করার নির্দেশ দেয় তারা ৷ ছেলেটি প্রায় কাঁদতে কাঁদতে বলেন, যে তাদের এখনও বিয়ের বয়স হয়নি ৷ সেটা হলেই বিয়ে করে নেবেন তাঁরা ৷ কিন্তু কে কার কথা শোনে , মারধরের মাত্রা আরও বেড়ে যায় ‘শালীনতা পুলিশ’-দের ৷
advertisement
যুবতী তখন মনের জোর সংগ্রহ করে বিব্রতকারীদের বলেন, ‘‘যদি আপনাদের বাড়ির কোনও মেয়ে এমন কাজ করত, তা হলে আপনারা কী করতেন?’’ এই কথা শুনে আরও বেশি রেগে যায় অ্যান্টি রোমিওরা ৷ যুবক-যুবতীকে টানতে টানতে নিয়ে গিয়ে আরও মারধর শুরু করে তারা ৷ এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখে এখন তাজ্জব সকলেই ৷ অ্যান্টি রোমিও স্কোয়াডের নাম করে এখন অনেকেই যুগলদের উপর অত্যাচার চালাচ্ছে উত্তর প্রদেশ ৷ অবিলম্বে তা বন্ধ হওয়া দরকার ৷
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2017 4:41 PM IST