Viral Video: বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বিশাল কুমির! একটুর জন্য প্রাণ-রক্ষা! ভোপালের ভিডিও ভাইরাল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: কুকুর, বিড়াল নয়। একেবারে কুমির! বাড়ির পাশে, বাস স্ট্যান্ডে, দোকানে হেঁটে বেড়াচ্ছে বিশাল কুমির! একটুর জন্য রক্ষে প্রাণে! কী করে হল এই কাণ্ড! ভাইরাল ভোপালের ভিডিও
#ভোপাল: ভাবুন তো এমন যদি হয়! আপনি বাড়ির বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে বৃষ্টি দেখছেন! হঠাৎ চোখ গেল রাস্তায়, দেখলেন এক পেল্লাই কুমির হেঁটে যাচ্ছে জনবহুল রাস্তায়! কী করবেন তখন? আতঙ্কে পালাবার পথ পাবেন না! এমন ঘটনাই ঘটল এবার মধ্যপ্রদেশের ভোপালে। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন মধ্যপ্রদেশের বহু জায়গা!
জমা জলে বাড়ি থেকে বাইরেও বেরোতে পারছেন না অনেকেই। এদিকে টানা বৃষ্টিতে ভেসে গিয়েছে লোকাল এলাকা। পুকুর না রাস্তা বোঝার উপায় নেই। আর ঠিক এই সময়েই ভোপালের রাস্তায় এক পেল্লাই কুমির দিব্যি সাঁতার কাটছে। তবে শুধু সাঁতার কাটছে না। সে যেখানে জল একটু কম সেখানে দিব্যি হেঁটে উঠে যাচ্ছে ডাঙায়। দোকানের সামনে হাঁটছে। আবার বাস স্টান্ডেও দেখা গেল সেই বিশাল কুমিরকে। কিন্তু কী ভাবে এল সে!
advertisement
advertisement
advertisement
এই কুমিরকে দেখেই আতঙ্ক ছড়ায়। যদিও সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। সেখানে পৌঁছে কুমিরকে ধরতে নাজেহাল অবস্থা। শেষ পর্যন্ত তাঁকে ধরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় নিকটবর্তী জঙ্গলে। মনে করা হচ্ছে এই জঙ্গল থেকেই চলে এসেছে কুমির। তবে কুমিরের আতঙ্ক ছড়িয়েছে। একে বৃষ্টি তার উপর আবার কুমির। এই কুমিরের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই ভাইরাল হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2022 10:32 PM IST