হোম /খবর /দেশ /
মেট্রোর মেঝেয় প্রেমিকের কোলে শুয়েই আশ্লেষে চুম্বন! দিল্লি মেট্রোয় কী হচ্ছে দেখুন

Delhi Metro | Viral Video: মেট্রোর মেঝেয় প্রেমিকের কোলে মাথা রেখেই আশ্লেষে চুম্বন! দিল্লি মেট্রোয় কী হচ্ছে দেখুন

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেট্রো কোচের মেঝেতেই বসে রয়েছে একটি ছেলে, আর তার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে একটি তরুণী৷ ছেলেটি প্রথমে তার কোলে শুয়ে থাকা মেয়েটির ঠোঁটে ঠোঁট রাখে৷ তারপরে বাকিটা ইতিহাস৷ মেট্রো রেলের ঘোষণা শোনা যাচ্ছে ‘ঝাণ্ডেলওয়ালান৷

আরও পড়ুন...
  • Share this:

নয়াদিল্লি: গত কয়েক মাসে বারবার নানা ঘটনা নিয়ে সংবাদ শিরোনামে এসেছে দিল্লি মেট্রো৷ কখনও বিকিনি পরে ভরা মেট্রোয় উঠেছে তরুণী, কখনও আবার মেট্রোর মধ্যেই পরস্পরকে জড়িয়ে ধরে আশ্লেষে চুম্বন করেছে প্রেমিক প্রেমিকা৷ মোবাইল স্ক্রিনে চোখ রেখে প্রকাশ্যেই হস্তমৈথুন করতে দেখা গেছে দিল্লি মেট্রোর এক যাত্রীকে৷ এবার সামনে এল আরেক ভিডিও৷

সম্প্রতি দিল্লি ব্লু লাইনের মেট্রোর একটি ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেই ভিডিয়োতেও দেখা যাচ্ছে, এক যুগল পরস্পরকে মেট্রো রেকের মধ্যেই পরস্পরকে আকণ্ঠ চুম্বন করছে৷

আরও পড়ুন: মেট্রোর ভিতরেই, একী কাণ্ড! গভীর আলিঙ্গনে ডুবে ঠোঁটে ঠোঁট! দিল্লির মেট্রোর ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

আরও পড়ুন: ভরা মেট্রোয় কামরার মধ্যেই হস্তমৈথুন! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেট্রো কোচের মেঝেতেই বসে রয়েছে একটি ছেলে, আর তার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে একটি তরুণী৷ ছেলেটি প্রথমে তার কোলে শুয়ে থাকা মেয়েটির ঠোঁটে ঠোঁট রাখে৷ তারপরে বাকিটা ইতিহাস৷ মেট্রো রেলের ঘোষণা শোনা যাচ্ছে ‘ঝাণ্ডেলওয়ালান৷

তবে অনেকেই প্রশ্ন তুলছেন, মেয়েটি যেভাবে শুয়ে রয়েছে, তাকে দেখে সুস্থ বলে মনে হচ্ছে না৷ কেউ কেউ আবার বলছে, তবে কি ছেলেটি মেয়েটিকে সিপিআর দিচ্ছিল৷ তবে ব্যাখ্যা অবশ্য কিছুই পাওয়া যায়নি৷

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Delhi Metro