নয়াদিল্লি: গত কয়েক মাসে বারবার নানা ঘটনা নিয়ে সংবাদ শিরোনামে এসেছে দিল্লি মেট্রো৷ কখনও বিকিনি পরে ভরা মেট্রোয় উঠেছে তরুণী, কখনও আবার মেট্রোর মধ্যেই পরস্পরকে জড়িয়ে ধরে আশ্লেষে চুম্বন করেছে প্রেমিক প্রেমিকা৷ মোবাইল স্ক্রিনে চোখ রেখে প্রকাশ্যেই হস্তমৈথুন করতে দেখা গেছে দিল্লি মেট্রোর এক যাত্রীকে৷ এবার সামনে এল আরেক ভিডিও৷
সম্প্রতি দিল্লি ব্লু লাইনের মেট্রোর একটি ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেই ভিডিয়োতেও দেখা যাচ্ছে, এক যুগল পরস্পরকে মেট্রো রেকের মধ্যেই পরস্পরকে আকণ্ঠ চুম্বন করছে৷
Why don’t you change the name of Delhi Metro to P0rnHub.
“OMG WHAT” is this ?? #Delhimetro #viralvideo pic.twitter.com/hiRiAzGyjR— Avnendra Singh (@avnendra_s) May 10, 2023
আরও পড়ুন: ভরা মেট্রোয় কামরার মধ্যেই হস্তমৈথুন! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেট্রো কোচের মেঝেতেই বসে রয়েছে একটি ছেলে, আর তার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে একটি তরুণী৷ ছেলেটি প্রথমে তার কোলে শুয়ে থাকা মেয়েটির ঠোঁটে ঠোঁট রাখে৷ তারপরে বাকিটা ইতিহাস৷ মেট্রো রেলের ঘোষণা শোনা যাচ্ছে ‘ঝাণ্ডেলওয়ালান৷
তবে অনেকেই প্রশ্ন তুলছেন, মেয়েটি যেভাবে শুয়ে রয়েছে, তাকে দেখে সুস্থ বলে মনে হচ্ছে না৷ কেউ কেউ আবার বলছে, তবে কি ছেলেটি মেয়েটিকে সিপিআর দিচ্ছিল৷ তবে ব্যাখ্যা অবশ্য কিছুই পাওয়া যায়নি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Metro