Viral Video: এখনও আসেনি অশনি, তার আগে টর্নেডোর দাপটে লণ্ডভণ্ড, হু হু করে ছড়াচ্ছে ভাইরাল ভিডিও

Last Updated:

হঠাৎ করেই তৈরি হয়ে গেল টর্নেডো, তারপর কী আছে...

#গুয়াহাটি: অসমের বারপেটা জেলায় শনিবার কম তীব্রতার টর্নেডো এসেছিল৷ যা দেখে এলাকার মানুষ একেবারে আশ্চর্যচকিত৷ এলাকার বাসিন্দারা সকলেই সেই টর্নেজডো নিজের নিজের স্মার্টফোনের ক্যামেরায় দুর্লভ এই মুহূর্তের ভিডিও পোস্ট করেন৷ এখনও অবধি প্রাণহানি বা সম্পত্তিহানির কোনও ঘটনা ঘটেছে বলে জানা যায়নি৷ ইস্টমোজো-র গুয়াহাটির স্থানীয় বিজ্ঞানকেন্দ্রের মৌসম বিজ্ঞানের উপ মহানির্দেশক সঞ্জয় ও নীল শা বলেছেন, ‘‘শনিবার অসমের বারপেটার চেঙ্গা জেলায় এক কম তীব্রতার টর্নেডো এসেছে৷ কিন্তু এটা সাইক্লোন নয়৷ ’’
আধিকারিক আরও জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগরের ওপর তৈরি নিম্নচাপ ক্ষেত্রে সাইক্লোনে পরিণত হয়েছে৷ এটা সোমবার থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় সেটা ঝাঁপিয়ে পড়বে৷ মৌসম বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে দক্ষিণ আন্দামান সাগর ও তার পাশের দক্ষিণ পূর্ব বাংলার খাঁড়িতে মৌসম প্রণালীর উত্তরপশ্চিমের দিকে এগোন এবং শনিবার তা নিম্নচাপ ছিল৷ রবিবার তা ইতিমধ্যেই সাইক্লোনে পরিণত হয়েছে৷ এবং আগামী সময়ে আরও শক্তিশালী ঝড় হয়ে ঝাঁপাবে৷
advertisement
advertisement
অশনি আসার আগেই টর্নেডোর ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
ওড়িশা  সরকারের অনুযায়ি মৌসম বিভাগের পূর্বানুমান অনুযায়ি এমার্জেন্সি রেসকিউ দল তৈরি রাখা হয়েছে৷ এই এলাকায়এর আগেও তিনটি সাইক্লোন এসেছিল৷ ২০২১ এ ইয়াস, ২০২০ তে আম্ফান, ২০১৯ এ ফনি এসেছিলে৷ ভারতীয় মৌসম বিভাগ রবিবার জানিয়েছে বঙ্গোপসাগরীয় খাঁড়িতে গভীর নিম্নচাপক্ষেত্র সাইক্লোন অশনিতে রূপান্তরিত হয়েছে৷ আগামী ২৪ ঘণ্টায় এটি আরও মারাত্মক শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে৷ আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ি এই সাইক্লোন রবিবার সন্ধ্যা থেকেই নিজের প্রভাব দেখানো শুরু করবে৷ এটা উত্তর পশ্চিম দিকে এগোবে৷ আর তারই ২৪ ঘণ্টার পূর্ব ও মধ্য ভীষণ শক্তিশালী সাইক্লোনে বদলাতে পারে৷
advertisement
সাইক্লোন অশনি উত্তর পশ্চিম দিকে এই মুহূর্তে ১৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এগোতে শুরু করে দিয়েছে৷ বিশাখাপত্তনমের দক্ষিণ পূর্ব দিকে ৯৭০ কিলোমিটার এবং পুরীর দক্ষিণ পূর্ব দিকে ১০২০ কিলোমিটার দূরে রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: এখনও আসেনি অশনি, তার আগে টর্নেডোর দাপটে লণ্ডভণ্ড, হু হু করে ছড়াচ্ছে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement