Viral Reels: মহিলাদের মুখের এ কী ভাষা! অশ্রাব্য গালাগাল, মেট্রো কাণ্ডর ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Reels: মেট্রোর জায়গা নিয়ে এই মারামারি হয়েছে। কথা বলার চেষ্টা করার সময় দুজনকেই জোরে চিৎকার করতে দেখা যায়।

এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও এরকম অনেক ভিডিও সামনে এসেছে- Photo Courtesy- Twitter / Video Grab
এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও এরকম অনেক ভিডিও সামনে এসেছে- Photo Courtesy- Twitter / Video Grab
নয়াদিল্লি: গণ পরিবহণ মাধ্যম- অর্থাৎ বাস, ট্রাম, ট্রেন, অটো থেকে মেট্রো এই সবে চেপে মানুষজন যখন যাতায়াত করেন তখন অনেক সময়েই সেখানে নানা জিনিস বা ঘটনা দেখা যায়  যেটা নিজে না দেখলে বিশ্বাস করাটাই কঠিন৷ অনেক সময়েই নিজেদের মেজাজ হারিয়ে ফেলে৷
দিল্লি মেট্রোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। কখনও কখনও ভিডিওগুলি মজার এবং কখনও কখনও সেগুলি খুবই বাজে বা মর্মান্তিক হয়। দিল্লি মেট্রোর একটি নতুন ভিডিও ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দুই মহিলাকে নিজেদের মধ্যে চুলোচুলি করছেন৷ মুখের ভাষাও অত্যন্ত অশ্রাব্য৷
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে উভয় মহিলাকে একে অপরকে ধাক্কাধাক্কি দিতে দেখা যাচ্ছে৷  একে অপরের বাবা তুলেও গালাগালি চলছিল৷
advertisement
রইল সেই ভাইরাল রিল
মেট্রোর জায়গা নিয়ে এই মারামারি হয়েছে। কথা বলার চেষ্টা করার সময় দুজনকেই জোরে চিৎকার করতে দেখা যায়। ভিডিওটি ‘এক্স’  বা  ট্যুইটারে  আপলোড করা হয়েছে। আপলোড হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখা হয়েছে ৪ লক্ষেরও বেশি। একজন লিখেছেন “দশম কেরিয়ারের পরামর্শ: দিল্লি মেট্রোতে ক্যামেরা সহ দৈনিক ভল্গ! হ্যাঁ বন্ধুরা শুরু করা যাক!” আরেকজন  ব্যঙ্গ করে ট্যুইট করেছেন, “দিল্লি মেট্রো কেয়া চিজ হ্যায় ভাই।”
advertisement
এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও এরকম অনেক ভিডিও সামনে এসেছে। সম্প্রতি একটি ভিডিওও সামনে এসেছে, যাতে গোলাপি স্যুট পরা এক মহিলাকে অন্য মহিলার সঙ্গে তর্ক করতে দেখা যায়। পাশাপাশি অশ্রাব্য গালাগালিও করছেন৷ তবে দু-একজন হস্তক্ষেপ করতে এলে তাদের ওপরও রেগে আগুন হয়ে গেছেন ওই মহিলারা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Reels: মহিলাদের মুখের এ কী ভাষা! অশ্রাব্য গালাগাল, মেট্রো কাণ্ডর ভিডিও ভাইরাল
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement