Viral News: মানুষের কাটা হাত মুখে দৌড়ে পালাচ্ছে রাস্তার কুকুর, খুবলে খাচ্ছে! কী ভয়ঙ্কর দৃশ্য, কোথায়?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News: হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় এমন মারাত্মক কাণ্ড। তবে কুকুরের মুখ থেকে সেই হাত তারা কেউই ফেরত নেয়নি।
লখনউ: কী ভয়ংকর এক দৃশ্য। মানুষের কাটা হাত মুখে নিয়ে দৌড়ে পালাচ্ছে রাস্তার কুকুর। ঘটনাটি ঘটেছে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে। সেখানে হাজির রোগী, তাঁদের আত্মীয় ও হাসপাতালের কর্মীরা এমন দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত। অভিযোগ, ওই কুকুরের মুখ থেকে হাতটি নেওয়ার কোনও প্রয়াসও করেননি হাসপাতালের কর্মীরা।
হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয়রা। ঘটনাটি ঘটে গত শুক্রবার। এক প্রত্যক্ষদর্শী প্রমোদ গুপ্তার দাবি, ‘ভয়ঙ্কর এক দৃশ্য। এমন কিছু দেখলে সকলেই ভয় পাবেন। অনেকে সেটি দেখে দৌড়ে পালিয়ে যান। অনেকে আবার মোবাইল বের করে ছবি তুলতে থাকেন। গোটা এলাকায় শোরগোল পড়ে যায়।’

advertisement
advertisement
আরও পড়ুন: বাজারে খেজুরের নামে চিনা জুজুবি বিক্রি হয়! কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার সহজ উপায় জানুন
হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় এমন মারাত্মক কাণ্ড। তবে কুকুরের মুখ থেকে সেই হাত তারা কেউই ফেরত নেয়নি। বরং কুকুরটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় সেই কাটা হাত হাসপাতালের সামনের রাস্তার উপরেই পড়ে ছিল বলে অভিযোগ স্থানীয়দের। পরে এক হাসপাতাল কর্মী ওই কাটা হাতটি উদ্ধার করেন।
advertisement
কারণ, কুকুরটি ফিরে এসে হাতটি খুবলে খেতে শুরু করেছিল। পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কুকুরের মুখে কাটা হাতের দৃশ্য। সেই থেকে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাতটি উদ্ধার করা হয় ও কুকুরটিকে তাড়ানো হয়। জানা যায়, কাঠ কাটতে গিয়ে হার্দোই এলাকার বাসিন্দা সুমিত কুমারের কাটা হাত ছিল সেটি। হাসপাতাল সেই হাতটি জোড়া লাগাতে পারেনি। পরে পুলিশের উপস্থিতিতে খোবলানো হাত রোগীকে ফেরত দেওয়া হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 17, 2024 10:28 PM IST