Viral News: লিফটে ঢুকে কিশোরীকে কামড়, কুকুর-হানার নয়ডার ভিডিও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Viral News: পোষা কুকুর কোনও কারণ ছাড়াই কামড়ে দিয়েছে কাউকে, এমন উদাহরণ নেহাত বিরল নয়। তবে, সম্প্রতি উত্তরপ্রদেশের নয়ডায় ঘটে যাওয়া যে ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তা বেশ আতঙ্কের।
নয়ডাঃ অনেকেরই ধারণা, পোষা কুকুর না কি কামড়ে দেয় না। যাঁদের কুকুরে ভয় থাকে, তাঁরা সহজে এ কথা মেনে নিতে পারেন না। তবে সব মালিক যে অতিথি ভয় পেলেও তাঁদের সামনে কুকুর বেঁধে রাখেন, এমন নয়। ফলে, অনেক সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। পোষা কুকুর কোনও কারণ ছাড়াই কামড়ে দিয়েছে কাউকে, এমন উদাহরণ নেহাত বিরল নয়। তবে, সম্প্রতি উত্তরপ্রদেশের নয়ডায় ঘটে যাওয়া যে ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তা বেশ আতঙ্কের।
সম্প্রতি এই ভিডিওটি এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন জ্যোতি কারকি নামের এক ইউজার। সেই ভিডিও ফুটেজে লিফটের ভিতরে এক কিশোরীকে দেখা যাচ্ছে। লিফটের ভিতরে তাকে এক দিক থেকে আরেক দিকে দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছে। এক সময়ে লিফট যখন এক ফ্লোরে এসে থামে, তখন এক ব্যক্তিতে শশব্যস্ত হয়ে লিফটে ঢুকে আসতে দেখা যায়। লিফটে ঢুকে তিনি একটা কুকুরকে ভিতর থেকে বের করে আসেন। দেখে মনে হয়, কুকুরটা আগে কোনও ফ্লোরে যখন লিফট থেমেছিল, তখন ভিতরে ঢুকে পড়েছিল।
advertisement
Dog attack a teenager in Noida sector-107 society . #Noida #dogattack pic.twitter.com/Il594emIv1
— Jyoti Karki (@Jyoti_karki_) May 7, 2024
advertisement
এর পরেও অবশ্য তার উৎপাত বন্ধ হয়নি। ওই কুকুর আবার দৌড়ে আসছিল লিফটের দিকে, কিশোরীকে আবার কামড়ে দিতে। সৌভাগ্যবশত সেই সময়ে লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ায় মেয়েটি সে যাত্রা রক্ষা পায়। লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে তাকে ভয়ে থরথর করে কাঁপতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে, সে নিজের হাতে কুকুরের আঁচড় বা কামড়ের ক্ষত পরীক্ষা করছে। এক সময়ে, টি-শার্টে চোখের জল মুছতেও দেখা যায় তাকে। লিফট গ্রাউন্ড ফ্লোরে এলে তাকে বেরিয়ে যেতে দেখা যায়।
advertisement
জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের নয়ডার ১০৭ সেক্টরের লোটাল ৩০০ সোসাইটিতে ঘটেছে। এর আগেও এলাকায় কুকুরের উৎপাতের খবর মিলেছে। তবে, সাম্প্রতিক এই ঘটনার জেরে কারও কোনও অভিযোগ দায়ের করার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2024 3:20 PM IST