Viral News: ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে, পারিবারিক আদালতেই স্বামীকে উত্তম-মধ্যম প্রথম স্ত্রীর
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Viral News: বিবাহ বহির্ভূত সম্পর্ক শুধু আমাদের দেশে কেন, পৃথিবীর কোনও দেশেই খুব একটা বিরল ঘটনা নয়। বহুবিবাহ আইনত নিষিদ্ধ, কিন্তু তার পরেও আইনের চোখে ধুলো দিয়ে অনেকেই বিবাহ করে থাকেন।
পাটনাঃ বিবাহ বহির্ভূত সম্পর্ক শুধু আমাদের দেশে কেন, পৃথিবীর কোনও দেশেই খুব একটা বিরল ঘটনা নয়। বহুবিবাহ আইনত নিষিদ্ধ, কিন্তু তার পরেও আইনের চোখে ধুলো দিয়ে অনেকেই বিবাহ করে থাকেন। এই নিয়ে অশান্তিও হয়ে থাকে। তবে, সম্প্রতি বিহারের জামুইতে এই বহুবিবাহ বা বলা ভাল দ্বিতীয় বিবাহের জেরে যা কাণ্ড ঘটে গেল, তা সচরাচর বড় একটা চোখে পড়ে না।
আরও পড়ুনঃ বিরাট খবর, বিশ্বজুড়ে বন্ধ করা হল কোভিশিল্ড টিকা! মারাত্মক সাইড এফেক্টই কারণ? তুমুল চাঞ্চল্য
জানা গিয়েছে যে জামুইয়ের ঝাঝা পুলিশ স্টেশন এলাকার অন্তর্গত হারনির বাসিন্দা বিকাশ কুমার সাত বছর আগে বিয়ে করেছিলেন। স্ত্রী বিহারের খয়রা পুলিশ স্টেশনের অন্তর্গত তারাডি গ্রামের বাসিন্দা। প্রথম দিকে সব ঠিক থাকলেও সন্তানধারণ এই দম্পতির সম্পর্কে ফাটল ধরায়। বিয়ের সাত বছর পরেও এই দম্পতির কোনও সন্তান হয়নি। ফলে, বিকাশ কুমার সন্তানের মুখ দেখার জন্য দ্বিতীয় বিবাহ করেন। যদিও প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া না মিটিয়েই তিনি এই দ্বিতীয় বিয়ে সেরে ফেলেন।
advertisement

advertisement
এরই জেরে প্রথম স্ত্রী জামুই পারিবারিক আদালত এবং সিভিল কোর্টে বিকাশ কুমারের নামে তিনটি আলাদা কেস ঠুকে দেন। বহু চেষ্টা করেও বিকাশ বেল পাননি। বহু কাঠখড় পোড়ানোর পরে পটনা হাই কোর্ট থেকে কিছু শর্তসাপেক্ষে তিনি বেল পান। সেই বেলের কাগজ নিয়ে তিনি যখন জামুই পারিবারিক আদালতে পৌঁছন, তখন সেখানে তাঁকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখেই প্রথম স্ত্রী তাঁর উপরে চড়াও হন। লাথি, ঘুষি মেরে বিকাশ কুমারকে নাজেহাল করে তোলেন তিনি। বহু চেষ্টার পরে অবশেষে পরিবারের সদস্যরা প্রথম স্ত্রীর প্রহারের হাত থেকে বিকাশ কুমারকে উদ্ধার করতে সক্ষম হন।
advertisement
প্রথম স্ত্রী জানিয়েছেন, বিকাশ দেওঘরে শ্রমিকের কাজ করেন। সেখানেই তিনি থাকেন, দ্বিতীয় স্ত্রীকে তিনি দেওঘরের বাড়িতেই রেখেছিলেন। এ কথা জানতে পেরেই প্রথম স্ত্রী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2024 12:17 PM IST