গুয়াহাটি: চুরি করতে এসে খিচুড়ি রান্না করতে গিয়ে ধরা পড়ল চোর ! হ্যাঁ এমন অবাক করার মতোই ঘটনা ঘটেছে গুয়াহাটিতে (Guwahati) ৷ পুলিশ জানিয়েছে, একটি বাড়িতে ঢুকে দামি দামি জিনিস চুরি করতে গিয়ে হঠাৎই খিচুড়ি বানাতে শুরু করে একটি চোর (Viral News) ৷ ব্যস, এরপর ধরা পড়তে আর বেশি সময় লাগেনি ৷ এই ঘটনা জানাজানি হওয়ার পর অবাক প্রত্যেকেই (Assam Thief Cooks Khichdi in the Middle of Burglary) ৷
আরও পড়ুন-ডিম আর দুধ একসঙ্গে খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? উত্তর দিলেন বিশেষজ্ঞরা
গুয়াহাটি পুলিশের পক্ষ থেকে মজা করেই ট্যুইট করা হয়, ‘‘ এ হল এক খিচুড়ি চোরের গল্প ! এই খাবার স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো ৷ তবে চুরি করতে গিয়ে এমন কাজ করলে ধরা পড়ার ভয় থাকছেই ৷ চোর ধরা পড়েছে ৷ এবং গুয়াহাটি পুলিশ তাকে এখন গরম খাবার দিচ্ছে ৷ ’’ ঘটনাটি ঘটেছে গুয়াহাটির হেঙ্গেরাবাড়ি এলাকায় ৷
The curious case of a cereal burglar!
Despite its many health benefits, turns out, cooking Khichdi during a burglary attempt can be injurious to your well being. The burglar has been arrested and @GuwahatiPol is serving him some hot meals. pic.twitter.com/ehLKIgqcZr — Assam Police (@assampolice) January 11, 2022
The curious case of a cereal burglar!
Despite its many health benefits, turns out, cooking Khichdi during a burglary attempt can be injurious to your well being. The burglar has been arrested and @GuwahatiPol is serving him some hot meals. pic.twitter.com/ehLKIgqcZr — Assam Police (@assampolice) January 11, 2022
চোরটিকে বাড়িতে চুরি করতে ঢুকতে দেখেই পাড়া প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন ৷ এরপর পুলিশ এসে দেখে চোরটি বাড়ির রান্নাঘরে খিচুড়ি বানাতে ব্যস্ত ৷ ব্যস তারপরে তাকে ধরতে আর বেশি সময় লাগেনি ৷ নেটিজেনরা এই ঘটনা নিয়ে হাসাহাসি করলেও অনেকেরই বক্তব্য, চোরটির নিশ্চয় খুব খিদে পেয়েছিল ৷ হয়তো অনেক দিন সে কিছু খায়নি ৷ তাই এমন করেছে ৷ তবে যাই হোক না কেন, এমন ঘটনা যে অবাক করার মতোই, তা আর বলার অপেক্ষা রাখে না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Guwahati, Viral News