১২২ যমজ ! ইউক্রেনে পাওয়া গেল ‘ যমজ ভূমি ’
Last Updated:
১২২ যমজ থাকে একই গ্রামে ! কখনও শুনেছেন এমন ? হ্যাঁ এমনটাই বাস্তবে রয়েছে ইউক্রেনের একটি গ্রামে ৷
#কিয়েভ: ১২২ যমজ থাকে একই গ্রামে ! কখনও শুনেছেন এমন ? হ্যাঁ এমনটাই বাস্তবে রয়েছে ইউক্রেনের একটি গ্রামে ৷ চার হাজার বাসিন্দাদের মধ্যে ১২২ হলেন যমজ ৷ অর্থাৎ ৬১টি জোড়া যমজের গ্রামকে ‘যমজ ভূমি’ বললে ভুল কিছু নেই ৷ দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের ভেলিকায়া কোপানিয়া গ্রাম এখন যমজ ভূমি হিসেবেই পরিচিত গোটা বিশ্বের কাছে ৷ এমন জায়গাকে স্বীকৃতি না দিয়েও উপায় নেই ৷ এবছর মে মাসেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও 'যমজ ভূমি'-র নাম নথিভুক্ত হতে চলেছে।
২০০৪ সালে, ওই গ্রামে সবথেকে বেশি সংখ্যক যমজের জন্ম হয়েছে। প্রতি বছরেই ওই গ্রামে এক থেকে দুটি করে যমজ সন্তানের জন্ম হয়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2016 1:37 PM IST

