চাঁদের একটি ঢালু জায়গায় হেলে রয়েছে বিক্রম, জানাল ইসরো

Last Updated:

একেবারে অক্ষত রয়েছে চন্দ্রযান ২ ল্যান্ডার বিক্রম৷ চাঁদের কোনও ঢালু জায়গায় রয়েছে বিক্রম৷ যোগাযোগের চেষ্টা চলছে৷ জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷

#বেঙ্গালুরু: একেবারে অক্ষত রয়েছে চন্দ্রযান ২ ল্যান্ডার বিক্রম৷ চাঁদের কোনও ঢালু জায়গায় রয়েছে বিক্রম৷ যোগাযোগের জন্য সব রকমের চেষ্টা চলছে৷ জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ ল্যান্ডার বিক্রমের মধ্যেই রয়েছে রোভার প্রজ্ঞান৷
গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিমি আগে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ সোমবার সংবাদসংস্থা পিটিআই-কে ইসরো জানাল, 'একেবারেই অক্ষত অবস্থায় রয়েছে বিক্রম৷ কোনও রকম ক্ষতি হয়নি৷ একটি ঢালু জায়গায় হেলে রয়েছে ল্যান্ডার৷ ইসরো-র একটি বিশেষ দল যোগাযোগের জন্য চেষ্টা করছে৷'
ল্যান্ডার বিক্রম ল্যান্ডার বিক্রম
advertisement
advertisement
শনিবার ইসরো চেয়ারম্যান কে শিবন জানান, বিক্রমেই অবস্থান জানা গিয়েছে৷ অক্ষত বিক্রমের ছবি পাঠিয়েছে অরবিটর৷ যদিও ইসরো-র এক অফিসার জানান, বিক্রমের সঙ্গে যোগাযোগের চান্স কম৷ যদি সফট-ল্যান্ডিং করত, এবং ল্যান্ডারের সব সিস্টেম ঠিক থাকত, তা হলে যোগাযোগ করতে অসুবিধা হত না৷ তাই আশা কম হলেও একেবারে শেষ নয়৷ তবে হাল ছাড়া হচ্ছে না৷ কারণ, বিক্রম অক্ষত রয়েছে৷ গুরুত্বপূর্ণ হল, বিক্রমের অ্যান্টেনার অভিমুখ গ্রাউন্ড স্টেশন বা অরবিটরের দিকে থাকতে হবে৷ এই ধরনের অপারেশন খুবই কঠিন৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
চাঁদের একটি ঢালু জায়গায় হেলে রয়েছে বিক্রম, জানাল ইসরো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement