চাঁদের একটি ঢালু জায়গায় হেলে রয়েছে বিক্রম, জানাল ইসরো
Last Updated:
একেবারে অক্ষত রয়েছে চন্দ্রযান ২ ল্যান্ডার বিক্রম৷ চাঁদের কোনও ঢালু জায়গায় রয়েছে বিক্রম৷ যোগাযোগের চেষ্টা চলছে৷ জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷
#বেঙ্গালুরু: একেবারে অক্ষত রয়েছে চন্দ্রযান ২ ল্যান্ডার বিক্রম৷ চাঁদের কোনও ঢালু জায়গায় রয়েছে বিক্রম৷ যোগাযোগের জন্য সব রকমের চেষ্টা চলছে৷ জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ ল্যান্ডার বিক্রমের মধ্যেই রয়েছে রোভার প্রজ্ঞান৷
গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিমি আগে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ সোমবার সংবাদসংস্থা পিটিআই-কে ইসরো জানাল, 'একেবারেই অক্ষত অবস্থায় রয়েছে বিক্রম৷ কোনও রকম ক্ষতি হয়নি৷ একটি ঢালু জায়গায় হেলে রয়েছে ল্যান্ডার৷ ইসরো-র একটি বিশেষ দল যোগাযোগের জন্য চেষ্টা করছে৷'
advertisement
advertisement
শনিবার ইসরো চেয়ারম্যান কে শিবন জানান, বিক্রমেই অবস্থান জানা গিয়েছে৷ অক্ষত বিক্রমের ছবি পাঠিয়েছে অরবিটর৷ যদিও ইসরো-র এক অফিসার জানান, বিক্রমের সঙ্গে যোগাযোগের চান্স কম৷ যদি সফট-ল্যান্ডিং করত, এবং ল্যান্ডারের সব সিস্টেম ঠিক থাকত, তা হলে যোগাযোগ করতে অসুবিধা হত না৷ তাই আশা কম হলেও একেবারে শেষ নয়৷ তবে হাল ছাড়া হচ্ছে না৷ কারণ, বিক্রম অক্ষত রয়েছে৷ গুরুত্বপূর্ণ হল, বিক্রমের অ্যান্টেনার অভিমুখ গ্রাউন্ড স্টেশন বা অরবিটরের দিকে থাকতে হবে৷ এই ধরনের অপারেশন খুবই কঠিন৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2019 2:45 PM IST