অমিত শাহের মোক্ষম চাল, গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয় রূপানির

Last Updated:

আনন্দীবেন পটেলের উত্তরসূরি হিসেবে গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় রূপানি ৷

#আমেদাবাদ: আনন্দীবেন পটেলের উত্তরসূরি হিসেবে গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় রূপানি ৷ গুজরাতের জাত পাতের রাজনীতির পাল্টা মোক্ষম চাল হিসেবে অমিত শাহ মুখ্যমন্ত্রী পদের জন্যে জৈন বিজয় রূপানিকে বেছে নেওয়ার খবর শুক্রবারই ঘোষণা করেছিলেন ৷
মন্ত্রীসভা গঠনের ইচ্ছা নিয়ে শনিবার রাজ্যপাল ওপি কোহলির সঙ্গে দেখা করেন ষাটোর্ধ্ব বিজয় রূপানি ৷ এরপর রবিবার বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয় রূপানি ৷
একইসঙ্গে উপ মুখ্যমন্ত্রী হিসেবে এদিন শপথ নিলেন নীতিশ পটেল সহ ২৩ জন মন্ত্রী ৷ গান্ধীনগরে শপথ গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ, লালকৃষ্ণ আডবানী ও অরুণ জেটলির মতো বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা ৷
advertisement
advertisement
আনন্দীবেন পটেলের ইস্তফাপত্র জমা পড়ার পর উত্তরসূরির লড়াইয়ে এগিয়ে ছিলেন নীতিশ পটেল ৷ সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেনেরও সমর্থন ছিল নীতিশের দিকেই ৷ এমনকী স্বয়ং অমিত শাহের মুখ্যমন্ত্রী পদে বসা নিয়েও গুজব রটেছিল ৷ কিন্তু অমিত শাহ ঘনিষ্ঠ বিজয় রূপানিকেই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেয় বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷
advertisement
বছরখানেক ধরে ওবিসি কোটায় সংরক্ষণের দাবি নিয়ে সরব গুজরাতের পটেল সম্প্রদায় ৷ দলিত ইস্যু নিয়েও উত্তপ্ত গুজরাতের রাজনীতি ৷ এমতাবস্থায় গুজরাতের রাজনৈতিক অস্থিরতা কাটাতে জৈন সম্প্রদায়ভুক্ত বিজয় রূপানিকেই বেছে নেওয়াটা ভালো সিদ্ধান্ত বলে মনে করছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল ৷ এই অস্থির সময়ে আরএসএস-এর হাত ধরে রাজনীতিতে আসা বিজেপি নেতা বিজয় রূপানির ঘাড়ে বড়সড় একটা দায়িত্বই চাপিয়ে দিল গেরুয়া দল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অমিত শাহের মোক্ষম চাল, গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয় রূপানির
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement