শিনাকে প্রাণনাশ নিয়ে সতর্ক করেছিল সৎ বোন বিধি

Last Updated:

শিনা বোরা হত্যা মামলায় সিবিআই-এর দায়ের করা চার্জশিটে, ফের একবার উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ শিনার সৎ বোন বিধি মুখোপাধ্যায়, ঘটনার এক বছর আগেই নাকি শিনাকে তাঁর প্রাণনাশ নিয়ে সতর্ক করেছিল ৷

#নয়াদিল্লি: শিনা বোরা হত্যা মামলায় সিবিআই-এর দায়ের করা চার্জশিটে, ফের একবার উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ শিনার সৎ বোন বিধি মুখোপাধ্যায়, ঘটনার এক বছর আগেই নাকি শিনাকে তাঁর প্রাণনাশ নিয়ে সতর্ক করেছিল ৷ জানা গিয়েছে, বিধি ২০১১ সালে একটি এসএমএস-এর মাধ্যমে তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে বলে সতর্ক করেছিল ৷ সিবিআই তরফে জানানো হয়েছে, বিধি ম্যাসেজটিতে লিখে পাঠায়, ‘মা কাউকে একটা নিজের রাস্তা থেকে সরাতে চাইছে ৷’ সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে ইন্দ্রাণী, শিনা ও রাহুলের সম্পর্ক নিয়ে খুশি ছিলেন না ৷ ইন্দ্রাণী ভয় পেয়েছিলেন তাদের বিয়ের পর, পিটার তাঁর সমস্ত সম্পত্তি শিনা ও রাহুলকে দিয়ে দেবেন ৷ তাই ইন্দ্রাণী তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীবের সাহায্য নিয়ে শিনাকে খুন করার চক্রান্ত করেন ৷
শুক্রবার রাহুল সিবিআইকে জানায়, ২০১১ সালের নভেম্বর মাসে দেরাদুনে শিনার সঙ্গে তার এনগেজমেন্ট হয় ৷ তিনি আরও জানান, ২০০৮ সালেই শিনা তাকে জানিয়েছিল যে, সে ইন্দ্রাণীর মেয়ে ৷ রাহুল মুখোপাধ্যায়কে সিবিআই সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শুক্রবার ৷ দীর্ঘ ১২ ঘন্টা ধরে জেরা করা হয় তাকে ৷ সেই সময় রাহুল জানান, ২৪ এপ্রিল ইন্দ্রাণী শিনাকে দেখা করার জন্য ডেকে পাঠায় ৷ রাহুল নিজে তাকে ইন্দ্রাণীর গাড়ির সামনে ছেড়ে দিয়ে আসেন ৷ তখন সেখানে অভিযুক্ত শ্যাম রাইও উপস্থিত ছিল, বলে জানান তিনি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
শিনাকে প্রাণনাশ নিয়ে সতর্ক করেছিল সৎ বোন বিধি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement