Home /News /national /
বন্যার জলে হারিয়ে গেল মা, কাজিরাঙার গন্ডার শাবকের ভিডিও ভাইরাল

বন্যার জলে হারিয়ে গেল মা, কাজিরাঙার গন্ডার শাবকের ভিডিও ভাইরাল

উদ্ধার হওয়া গন্ডার শাবকটি৷ PHOTO- TWITTER

উদ্ধার হওয়া গন্ডার শাবকটি৷ PHOTO- TWITTER

গত মঙ্গলবার কাজিরাঙা আগরতলি রেঞ্জে ওই মাদি গন্ডার শাবকটি মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে৷

  • Last Updated :
  • Share this:

#কাজিরাঙা: বন্যায় বিপর্যস্ত অসম৷ মানুষের মতোই খারাপ অবস্থা কাজিরাঙা জাতীয় উদ্যানের বাসিন্দা বন্যপ্রাণীগুলির৷ প্রাণ বাঁচাতে অধিকাংশ প্রাণী লোকালয়ে নয়তো জাতীয় সড়কে চলে আসছে৷ কয়েকদিন আগেই দু'টি বাঘও জঙ্গল সংলগ্ন দু'টি বাড়িতে চলে আসে৷ এ বার বন্যার জেরে মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া এক গন্ডার শাবকের ছবি দেখে মন খারাপ নেট দুনিয়ার৷ ইতিমধ্যেই ওই শাবকটির ভিডিও ভাইরাল হয়েছে৷ আশার কথা একটাই, মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও বনকর্মীদের তৎপরতায় শাবকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷

বন্যপ্রাণ পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্র বা সিডব্লিউসি-র একটি দল নৌকায় করে ওই গন্ডার শাবকটিকে উদ্ধার করে৷ কাজিরাঙা অভয়ারণ্যের ট্যুইটার পেজেই সেই ভিডিওটি শেয়ার করা হয়৷

সেখানে বলা হয়, গত মঙ্গলবার কাজিরাঙা আগরতলি রেঞ্জে ওই মাদি গন্ডার শাবকটি মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ যেহেতু শাবকটির মায়ের খোঁজ পাওয়া যায়নি, তাই সেটিকে উদ্ধার করে সিডব্লিউসি-র রেসকিউ সেন্টারে রাখা হয়েছে৷ বৃহস্পতিবার ফের কাজিরাঙা কর্তৃপক্ষ ট্যুইট করে জানায়, উদ্ধার হওয়া ওই গন্ডার শাবকটি এখন ভাল আছে৷ যেরকম তৎপরতার সঙ্গে বন্যা আটকে পড়া অসহায় প্রাণীগুলিকে উদ্ধার এবং সাহায্যের চেষ্টা করছে কাজিরাঙা কর্তৃপক্ষ, ট্যুইটারে অনেকেই তার প্রশংসা করেছেন৷

অসমের ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত ৩৩টি জেলা ক্ষতিগ্রস্ত৷ বন্যার জেরে ৭১ জন মানুষ প্রাণ হারিয়েছেন, পাশাপাশি কাজিরাঙার ৭৬টি বন্যপ্রাণীরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ যার মধ্যে ৬টি গন্ডার রয়েছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Assam Flood, Kaziranga National Park