ঘরের মধ্যে লুকিয়ে বিশাল গোখরো, পেঁচিয়ে ধরল মানুষের গলা, দেখুন রূদ্ধশ্বাস ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালে৷ সেখানেই একটি বাড়ির মধ্যে কোনওভাবে ঢুকে পড়েছিল ওই গোখরোটি৷
#নৈনিতাল: ঘরের মধ্যে লুকিয়ে ছিল বিরাট আকারের গোখরো৷ প্রাণ ভয়ে বাড়ির বাইরে চলে গিয়েছিলেন বাড়ির বাসিন্দারা৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করলেন বনকর্মীরা৷ সেই ভিডিও-ই ট্যুইটারে শেয়ার করেছেন আইএফএস অফিসার আকাশ কুমার বর্মা৷ রূদ্ধশ্বাস সেই ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরাও৷
ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালে৷ সেখানেই একটি বাড়ির মধ্যে কোনওভাবে ঢুকে পড়েছিল ওই গোখরোটি৷ একটি টেবলের তলায় আশ্রয় নেয় বিশাল মাপের সাপটি৷ নৈনিতালের বন দফতরের উদ্ধারকারী দলের এক সদস্য অত্যন্ত দক্ষতার সঙ্গে বিষাক্ত সাপটির মাথা চেপে ধরে সেটিকে বাড়ির বাইরে নিয়ে আসেন৷ ততক্ষণে সাপ দেখেত ভিড় জমে গিয়েছে বাড়ির বাইরে৷
A #King Cobra rescued by Forest Department's Rapid Response Team from a house at Nainital! 🎥DFO Nainital. @moefcc @ndtv @CentralIfs @AnimalsWorId @Uttkhand_Forest @nature @Discovery @MadrasCrocBank @REPTILESMag @mygovindia @MygovU @uttarakhandpost @ndtvindia @ZeeNews @dodo @IUCN pic.twitter.com/kXWameDNzf
— Akash Kumar Verma, IFS. (@verma_akash) August 11, 2020
advertisement
advertisement
এর পর শুরু হয় সাপটিকে বস্তায় ভরার পালা৷ বস্তায় ভরার সময় সাপটি নিজের লেজের দিক দিয়ে হঠাৎই উদ্ধারকারী দলের ওই সদস্যের গলা পেঁচিয়ে ধরতে শুরু করে৷ ভিড় করে থাকা মানুষজন তাতে আঁতকে উঠলেও বিন্দুমাত্র বিচলিত হননি সাপটিকে উদ্ধার করে আনা ব্যক্তি৷ ধীরে ধীরে সেটিকে বস্তায় ভরে ফেলেন তিনি৷
advertisement
Release of the #King #Cobra in it's natural habitat. @moefcc @UttarakhandIFS @uttarakhandpost @CentralIfs @dodo @UNBiodiversity @MadrasCrocBank @REPTILESMag pic.twitter.com/kfmECfLLFT
— Akash Kumar Verma, IFS. (@verma_akash) August 11, 2020
পরে আকাশ কুমার বর্মা আরও একটি ভিডিও শেয়ার করেন৷ সেখানে দেখা যায়, উদ্ধার করা সাপটিকে একটি জঙ্গল ঘেরা এলাকায় ছেড়ে দেওয়া হচ্ছে৷
advertisement
তবে ভিডিওটি দেখে অনেকেই যেমন শিউরে উঠেছেন, সেরকমই বহু মানুষই উদ্ধারকারী দলের সদস্যদের সাহসিকতার প্রশংসাও করেছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 12, 2020 8:10 PM IST