#আজমের: অত্যন্ত ঝুঁকিপূর্ণ খেলা ব্লু হয়েলের পরে এখন বাজারের সুপারহিট ও ভয়ঙ্কর খেলা মোমো চ্যালেঞ্জ ৷ রাজস্থানের আজমেরে মোমো চ্যালেঞ্জের শিকার হল এক পড়ুয়া ৷
দশম শ্রেণির (বছর ১৫) এক পড়ুয়া তার জন্মদিনে তিন দিন পরে ৩১ জুলাই আত্মহত্যা করেছে ৷ জানা গিয়েছে ওই পড়ুয়ার মৃত্যুর কারণ মোমো চ্যালেঞ্জ ৷ ওই পড়ুয়ার মোবাইলের ফোনের সূত্র ধরে জানা গিয়েছে এই মোমো চ্যালেঞ্জের শিকার হয়েছিলেন এই পড়ুয়া । তার শরীরে বিভিন্ন চিহ্ন দেখেই পুলিশ নিশ্চিত হয়েছে ভয়াবহ এই খেলাই মৃত্যুর জন্যে দায়ী । জন্মদিনের ঠিক তিনদিন পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এই পড়ুয়া । পাওয়া গিয়েছে সুইসাইড নোটও যেখানে লেখা আছে জন্মদিনের দিনই আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেছিল ওই পড়ুয়া ।
আরও পড়ুন: ব্লু হোয়েলের পর এবার আতঙ্কের নতুন গেম ‘মোমো’, ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে
এই ঘটনার জেরে শোকস্তব্ধ পরিবার থেকে পাড়া প্রতিবেশী সকলেই । মৃত বালিকার বাবা জানিয়েছেন এই ধরনের প্রাণঘাতী খেলার বিরুদ্ধে জনমত গড়ে ওঠা দরকার, নাহলে এর শিকার হবেন আরও কিশোর-কিশোরী । ঘটনার তদন্ত করছে পুলিশ।
Report: Abhijeet Dave
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Momo Challenge, Rajasthan, Teen suicide