উপরাষ্ট্রপতি পদে আজ মনোনয়ন জমা দেবেন বেঙ্কাইয়া নাইডু ও গোপালকৃষ্ণ গান্ধি

Last Updated:

আজই মনোনয়ন জমা দেবেন দু’জন প্রার্থী ৷

#নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী করা হল বেঙ্কাইয়া নাইডুকে ৷ বিজেপি সদর দফতরে সোমবার এনডিএ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বেঙ্কাইয়া নাইডু বর্তমানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ৷ অন্যদিকে উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধি ৷ আজই মনোনয়ন জমা দেবেন দু’জন প্রার্থী ৷
এর আগে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী কে হবে এই নিয়ে ১৮টি বিরোধী দলের বৈঠক হয়েছিল আগে ৷ সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খোদ গোপালকৃষ্ণ গান্ধির নাম বৈঠকে প্রস্তাব করেন ৷ বাকি বিরোধী দলগুলি মহাত্মা গান্ধির নাতি, প্রাক্তন এই আমলা ও পোড় খাওয়া রাজনীতিবিদের তরফেই নিজেদের সমর্থন জানিয়েছেন ৷
advertisement
এর আগে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মতবিরোধ তৈরি হয়। কিন্তু এবার আর অপেক্ষা করেনি বিরোধীরা। সরকারের পক্ষ থেকে নাম ঘোষণার আগেই তাঁদের প্রার্থী জানিয়ে দিয়েছিল তারা
advertisement
প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধির নাম চুড়ান্ত হলেও দৌড়ে ছিলেন দলিত নেতা প্রকাশ আম্বেদকরও ৷ পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার জন্য গোপালকৃষ্ণ গান্ধিকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইটও করেন ৷
advertisement
আগামী ৫ অগাষ্ট উপরাষ্ট্রপতি পদের জন্য ভোটগ্রহণ ৷ গণনার শেষে সেদিনই জানা যাবে, কে হতে চলেছেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি ৷
‘মনোনীত করায় কৃতজ্ঞ ৷ দায়িত্বের সঙ্গে এটা গ্রহণ করেছি ৷ ১৮টি দল চেয়েছে আমায় ৷ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে চেয়েছে’, মন্তব্য গোপালকৃষ্ণ গান্ধির ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উপরাষ্ট্রপতি পদে আজ মনোনয়ন জমা দেবেন বেঙ্কাইয়া নাইডু ও গোপালকৃষ্ণ গান্ধি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement