নতুন নিয়মে সবেতন মাতৃত্বকালীন ছুটি বেড়ে হল ৯ মাস

Last Updated:

মাতৃত্বকালীন ছুটি নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিল বিনোদন সংস্থা ভায়াকম ১৮ ৷ অগাস্ট মাসেই সংসদে ‘সংশোধিত মেটারনিটি বেনিফিট বিল’ পাশ করা হয় ।

#মুম্বই: মাতৃত্বকালীন ছুটি নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিল বিনোদন সংস্থা ভায়াকম ১৮ ৷ অগাস্ট মাসেই সংসদে ‘সংশোধিত মেটারনিটি বেনিফিট বিল’ পাশ করা হয় । নতুন বিল অনুযায়ী প্রাইভেট সেক্টরের মহিলারা ১২ সপ্তাহ অর্থাৎ তিন মাসের বদলে ২৬ সপ্তাহ অর্থাৎ ছ’মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি পাবেন ৷
রাজ্য সভায় পাশ হওয়া পর বিভিন্ন সংস্থায় তাদের নিয়ম বদলেছেন ৷ ভায়াকম ১৮ তাদের সংস্থার মহিলা কর্মীদের ৯ মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটির ঘোষণা করেছেন ৷ অনেকসময় মা হওয়ার পর মহিলারা বাধ্য হন চাকরি ছেড়ে দিতে ৷ প্রতিভাবন মহিলারা যাতে সংস্থা ছেড়ে না চলে যায় তাই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷
advertisement
এর পাশাপাশি কাজে যোগ দেওয়ার পর তিন মাসের জন্য ফ্লেক্সিবল ওয়র্কিং আওয়ার্সের সুবিধা পাবেন মহিলারা ৷ যে মহিলারা সন্তা দত্তক নেবেন তারাও এই ছুটি পাবেন ৷ অন্যদিকে পুরুষকর্মীরা এবার থেকে পাবেন ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি ৷ হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা করা হবে সংস্থার তরফে ৷
advertisement
এছাড়াও গর্ভবতী অবস্থায় মেডিকেল চেক আপের জন্য ছুটি পাবেন মহিলা কর্মীরা ৷ পরিসংখ্যা অনুযায়ী, প্রায় ৪৮ শতাংশ মহিলা মা হওয়ার পর চাকরি ছেড়ে দেয় ৷ শুরু থেকেই মা ও সন্তানের মধ্যে সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এরজেরে পারিবারিক জীবনে ও কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে সুবিধা হবে মহিলাদের ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নতুন নিয়মে সবেতন মাতৃত্বকালীন ছুটি বেড়ে হল ৯ মাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement