Tomato Vehicle Stolen : গাড়িভর্তি ২ লক্ষ টাকার টমেটো! দুর্ঘটনায় গাড়ি আটকাতেই ভয়াবহ কাণ্ড, চমকে যাবেন!

Last Updated:

Tomato Vehicle Stolen : এমনিতেই সব্জির বাজারে নিয়ে দীর্ঘশ্বাস ফেলছে মানুষ। এরই মাঝে বেঙ্গালুরুতে ভয়ানক ঘটনা। টমেটো বোঝাই একটি গাড়ি লুট করল দুষ্কৃতীরা। অন্তত ২ লক্ষ টাকার টমেটো লুঠ করে নিয়ে গিয়েছে তারা।

টমেটোর গাড়ি চুরি
টমেটোর গাড়ি চুরি
চিত্রাদুর্গা, বেঙ্গালুরু: খবরের শিরোনাম দখল করেছে টমেটো। মূল্যবৃদ্ধির পর টমেটোর কেনা থেকে বিরত থাকছে মধ্যবিত্তরা। এমনিতেই সব্জির বাজারে নিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন তাঁরা। এরই মাঝে বেঙ্গালুরুতে ভয়ানক ঘটনা। টমেটো বোঝাই একটি গাড়ি লুট করল দুষ্কৃতীরা। অন্তত ২ লক্ষ টাকার টমেটো লুঠ করে নিয়ে গিয়েছে তারা। বেঙ্গালুরুর এপিএমসি ইয়ার্ড পুলিশ স্টেশনের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে যখন এক কৃষক চিত্রাদুর্গা জেলার হিরিউর থেকে কোলার বাজারে টমেটো নিয়ে যাচ্ছিলেন। জানা যায়, কৃষকের বোলেরো গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। সেই গাড়িটির আয়না ভেঙে যায়। গাড়ির যাত্রীরা কৃষক এবং বোলেরো চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। তাঁদের গাড়ির জন্য ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
advertisement
advertisement
তর্ক চলতে চলতে চালক ও কৃষককে গাড়িতে তুলে নেন ওই গাড়ির ব্যক্তিরা। বুদিগেরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁদের ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। কিন্তু ফিরে এসে কৃষক ও চালক দেখেন, যেখানে গাড়ি পার্ক করা ছিল, সেখানে আর নেই।
advertisement
বোলেরো চালক শিবন্না বলেন, ‘‘দুর্ঘটনায় গাড়িটির সামান্যই ক্ষতি হয়েছে। তাও আমাদের থেকে যাত্রীরা ক্ষতিপূরণ হিসাবে ১০ হাজার টাকা দাবি করেন। এমনকি আমাদের হুমকিও দিয়েছেন। চুরি যাওয়া গাড়িতে ২১০ ক্রেট টমেটো ছিল যার মূল্য ২ লক্ষ টাকা। আমরা অবিলম্বে থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেছি।’’
advertisement
শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ আপাতত দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tomato Vehicle Stolen : গাড়িভর্তি ২ লক্ষ টাকার টমেটো! দুর্ঘটনায় গাড়ি আটকাতেই ভয়াবহ কাণ্ড, চমকে যাবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: বাতাসে শীতের আমেজ, নামতে পারে তাপমাত্রাও ! রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
বাতাসে শীতের আমেজ, নামতে পারে তাপমাত্রাও ! রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • বাতাসে শীতের আমেজ

  • নামতে পারে তাপমাত্রাও !

  • রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement