বিপুল অঙ্কের বিল ফাঁকি বরুণ গান্ধির! প্রশ্ন উঠেছে তাঁর মনোনয়ন পত্র নিয়ে...

Last Updated:
#নয়া দিল্লি:  দেশ সামলানোর কথা ভাবছেন, এদিকে নিজেই দিচ্ছেন না বিল। ফোন করবেন কিন্তু বিল দেবে না। বিল আবার দিতে হয় নাকি! এমন ভাবনাই হয়তো কাজ করে। নিলে বরুণ গান্ধির ফোন বিল না মেটানোর কি কারণ হতে পারে! পিলভিটের প্রাক্তন সাংসদ বরুণ গান্ধীর বিরুদ্ধে বিপুল অঙ্কের ফোন বিল বকেয়া রাখার অভিযোগ তুলল বিএসএনএল। নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে বিএসএনএল কর্তৃপক্ষ জানান, ২০০৯ থেকে ১৪ সাল পর্যন্ত পিলভিটের সাংসদ থাকাকালীন ৩৮,৬১৬টাকার ফোন বিল মেটাননি তিনি। একাধিকবার নোটিস দেওয়ার পরও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তোলে বিএসএনএল।
ব্রডব্যান্ড সংক্রান্ত ওই বিল খোদ সাংসদকেই মেটানোর কথা। ২০১৪ সালে ওই কেন্দ্রে বরুণের মা মেনকা গান্ধী সাংসদ হন। কিন্তু এ বারে ফের পিলভিট কেন্দ্র থেকে বরুণ দাঁড়ানোয় ওই বিল মেটানোর জন্য কমিশনের দ্বারস্থ হন বিএসএনএল কর্তৃপক্ষ। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সরকারি ঋণ থাকলে সংশ্লিষ্ট দফতরে এনওসি জমা করতে হয় কমিশন দফতরের কাছে। যদি তা না করা হয় নির্বাচন বিধি লঙ্ঘন বলে গণ্য করা হয়। এর জেরে ওই প্রার্থীর মনোনয়ন পত্র খারিজও হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিপুল অঙ্কের বিল ফাঁকি বরুণ গান্ধির! প্রশ্ন উঠেছে তাঁর মনোনয়ন পত্র নিয়ে...
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement