Vande Bharat Express: 'একাধিক নয়া রুটে চলবে বন্দে ভারত', ভুয়ো খবর ছড়াতেই তৎপর রেল, প্রকাশ করল বিজ্ঞপ্তি

Last Updated:

হাওড়া-গয়া, আসানসোল- বারানসী, আনসোল-পুরী-সহ একধিক রুটে বন্দে ভারত চলার খবর ভুয়ো বলে জানাল রেল

কলকাতা: শুক্রবার খবরে আসে একাধিক রুটে বন্দে ভারত ট্রেন চালাতে চলেছে রেল। সেই রুটগুলির মধ্যে রয়েছে হাওড়া-গয়া, আসানসোল- বারানসী, আনসোল-পুরী, মালদহ- পটনা, হাওড়া- আজিমগঞ্জ, জাআমালপুর- শেয়ালদহ, শিয়ালদহ-লালগোলা, হাওড়া- ভাগলপুর। এরপরই রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল হল, এই খবর একেবারেই ভুয়ো। এই রুটগুলোয় বন্দে ভারত এক্সপ্রেস চালানোর কোনও নিশ্চিত সিদ্ধান্ত এখনও রেল নেয়নি। রেলের মুখ জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র যাত্রীদের অনুরোধ করেন, বন্দে ভারত ট্রেনের রুট সম্পর্কে শুধুমাত্র রেলের অফিশিয়াল বিজ্ঞপ্তি মেনে চলতে। পাশাপাশি তিনি এই জাতীয় ভুয়ো খবর ছড়ানোর তীব্র নিন্দা করেন।
উল্লেখ্য, বর্তমানে দেশের মোট ১৮ টি রুটে চলছে বন্দে ভারত।  সরকারের লক্ষ্য আগামী আগস্ট মাসের মধ্যে সারাদেশে অন্তত ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা। পশ্চিমবঙ্গেও সফর শুরু হয়েছে বন্দে ভারতের। এখনও পর্যন্ত মোট তিনটি বন্দে ভারত চলছে রাজ্যে। চলতি বছরের শুরুতে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে সফর শুরু করেছিল রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। তারপরে একে একে হাওড়া-পুরী এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চলাচল শুরু করেছে আরও দু’টি বন্দে ভারত। রাজ্যের অন্য একাধিক রুটে বন্দে ভারতের জন্য প্রস্তাব দেওয়া হয় রেলকে। কিন্তু রেল সেই বিষয়ে কোনও নিশ্চিত সিদ্ধান্ত নেয়নি
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Vande Bharat Express: 'একাধিক নয়া রুটে চলবে বন্দে ভারত', ভুয়ো খবর ছড়াতেই তৎপর রেল, প্রকাশ করল বিজ্ঞপ্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement