Howrah Puri Vande Bharat Express: রথযাত্রার আগেই শুভ সূচনা হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের! জানুন ভাড়া ও সময়সূচি

Last Updated:

Howrah Puri Vande Bharat Express: হাওড়া থেকে পুরী এবং ফিরতে পথে প্রতি বার মোট ৭ টি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত

হাওড়া থেকে পুরী এবং ফিরতে পথে প্রতি বার মোট ৭ টি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত
হাওড়া থেকে পুরী এবং ফিরতে পথে প্রতি বার মোট ৭ টি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত
পুরী : জগন্নাথের রথযাত্রার আগেই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেল ওড়িশার পুরী। বৃহস্পতিবার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া থেকে পুরীগামী এই ট্রেন এখন পর্যটক তথা যাত্রীদের অন্যতম আকর্ষণ। হাওড়া থেকে এ বার পুরী মাত্র সাড়ে ৬ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে।
এই রুটে বন্দে ভারত-ই এখন দ্রুততম ট্রেন। শতাব্দী এক্সপ্রেসের থেকেও ১ ঘণ্টা আগে পৌঁছবে বন্দে ভারত। আগামী ২০ জুন রথযাত্রা। তার আগেই বন্দে ভারত-এর সূচনায় খুশি পর্যটক তথা পুণ্যার্থীরা। মনে করা হচ্ছে নতুন দ্রুতগামী এই ট্রেনের দৌলতে এ বছর পর্যটক সংখ্যা অনেক বেশি বাড়বে।
শুধু ওড়িশাই নয়। এটা ইস্ট কোস্ট রেলওয়ে জোনের ক্ষেত্রেও প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে পুরী এবং ফিরতে পথে প্রতি বার মোট ৭ টি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত। খুরদা রোড জংশন, ভুবনেশ্বর, কটক, জয়পুর কে রোড, ভদ্রক, বালাসোর এবং খড়্গপুর স্টেশনে স্টপ দেবে বন্দে ভারত। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন পাওয়া যাবে বন্দে ভারতের পরিষেবা।
advertisement
advertisement
১৬ কোচের বন্দে ভারত-এর ১৪ টি কামরা চেয়ার কার-এর। বাকি দুটি এক্সক্লুসিভ ক্লাস। দু’টি ক্ষেত্রেই ভাড়া শতাব্দী এক্সপ্রেসের তুলনায় বেশি। হাওড়া থেকে পুরীর পথে চেয়ার কারের টিকিটের দাম ১,২৬৫ টাকা। এক্সক্লুসিভ ক্লাসের টিকিটের জন্য খরচ হবে ২৪২০ টাকা। শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে এই খরচ যথাক্রমে ১৩৮০ এবং ২১৩০ টাকা। অন্যদিকে পুরী থেকে হাওড়ার পথে বন্দে ভারতের চেয়ার কারের টিকিটের দাম ১,৪৩০ টাকা। এক্সক্লুসিভ ক্লাসের টিকিটের জন্য খরচ হবে ২৬১৫ টাকা। শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে এই খরচ যথাক্রমে ১৪১৫ এবং ২১৬৫ টাকা।
advertisement
আগামী ২০ মে, রথযাত্রার ঠিক এক মাস আগে যাত্রা শুরু করবে হাওড়া-পুরী এক্সপ্রেস। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পুরীতে পৌঁছবে ১২টা ৩৫ মিনিটে। আবার পুরী থেকে এই ট্রেন ছাড়বে দুপুর ১.৫০ মিনিটে। হাওড়ায় পৌঁছবে ৮.৩০ মিনিটে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Howrah Puri Vande Bharat Express: রথযাত্রার আগেই শুভ সূচনা হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের! জানুন ভাড়া ও সময়সূচি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement