প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের
Last Updated:
অটল বিহারীর মৃত্যুতে কাল সরকারি স্কুলে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ সরকারি অফিসেও ২টোর পর ছুটি ৷
#কলকাতা: প্রয়াত অটলবিহারী বাজপেয়ী। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার বিকেল পাঁচটা পাঁচে নয়াদিল্লির এইমসে তিনি মারা যান। বয়স হয়েছিল ৯৩ বছর। কিডনি, মূত্রনালী ও বুকে সংক্রমণ নিয়ে গত ১১ জুন থেকে টানা হাসপাতালেই ছিলেন। এইমসের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, গত ৩৬ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল। কিন্তু, সব চেষ্টাই বিফলে যায়।
অটল বিহারীর মৃত্যুতে কাল সরকারি স্কুলে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ সরকারি অফিসেও ২টোর পর ছুটি ৷
এদিন বাজপেয়ীর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বাজপেয়ীজির নেতৃত্বে আমরা কাজ করেছি ৷ বাজপেয়ী সরকার পড়ার পরেও কাজ করেছি ৷ সবাইকে নিয়ে কাজ করতেন বাজেপেয়ীজি ৷ পুরোন স্মৃতি আমার মনে পড়ছে ৷ আগেও এইমসে ভর্তি হয়েছিলেন ৷ কিন্তু জানতাম না এভাবে তিনি চলে যাবেন ৷’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2018 9:40 PM IST

