Accident News: ভাদোদরা-কাণ্ডের নতুন সিসিটিভি ফুটেজে দেখা গেল অভিযুক্তের বন্ধুকে, কেমন ছিল দুর্ঘটনার ঠিক আগের মুহূর্ত?

Last Updated:

আবার এক প্রত্যক্ষদর্শীর রেকর্ড করা একটি ভিডিও-য় দেখা গিয়েছে যে, ক্ষতিগ্রস্ত গাড়িটি থেকে বেরিয়ে আসছে রক্ষিত। এরপর আশপাশের সকলেই তাকে দোষারোপ করতে থাকে। সেই সময় রক্ষিতকে অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল। সে চেঁচিয়ে বলছিল, “আর একবার?” তারপরেই আশপাশে উপস্থিত লোকজন তাকে ধরে মারধর করেন।

News18
News18
গুজরাতের ভাদোদরায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১ মহিলার এবং আহত হয়েছিলেন অন্যান্যরা। সেই ঘটনার দিন তিনেক পর ছড়িয়ে পড়েছে সিসিটিভি ফুটেজ। যেখানে ধরা পড়েছে দুর্ঘটনার কারণ। আসলে ওই ফুটেজে দেখা গিয়েছে যে, মূল অভিযুক্ত রক্ষিত চৌরাসিয়া এবং তাঁর বন্ধু অন্য এক বন্ধুর বাড়ি গিয়েছিল দুর্ঘটনার ঠিক আগেই। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনায় জড়িত গাড়িটিও।
পুলিশ সূত্রে খবর, ২০ বছর বয়সী আইনের ছাত্র চৌরাসিয়া নিজের গাড়ি নিয়ে ৫ জনকে ধাক্কা মারে। যার জেরে এক মহিলার মৃত্যু হয়। আর অন্যান্যরা গুরুতর ভাবে আহত হন। সিসিটিভি ভিডিও-য় দেখা গিয়েছে যে, একটি স্কুটিতে চেপে রক্ষিত চৌরাসিয়া এবং তার এক বন্ধু অন্য এক বন্ধুর বাড়িতে গিয়েছিল। সেই বাড়িতে ঢোকার আগে তারা গাড়ি থামিয়ে কথাবার্তাও বলে। ফুটেজে দেখা যাচ্ছে যে, একটি বোতল থেকে কোনও পানীয় পান করছে রক্ষিত। যদিও বোতলে কী ছিল, তা বোঝা যায়নি।
advertisement
অন্য একটি ক্লিপে আবার দেখা গিয়েছে যে, কাছেই পার্কিং করার আগে বাড়ির সামনে দিয়ে রাস্তা পার করছিল একটি কালো রঙের সেডান। রক্ষিতের বন্ধু প্রানশু অর্থাৎ দুর্ঘটনার সময় যে গাড়িতে ছিল, তাকে হেঁটে বাড়িতে ঢুকতে দেখা যায়। গাড়ি নিয়ে বেরোনোর আগে প্রায় ৪৫ মিনিট ধরে একসঙ্গে সময় কাটিয়েছিল রক্ষিত এবং প্রানশু।
advertisement
advertisement
ইন্ডিয়া টুডে-র সূত্র বলছে যে, প্রথমে প্রানশু ছিল চালকের আসনে। কিন্তু পরে রক্ষিতের সঙ্গে জায়গা বদল করেছিল সে। অর্থাৎ চালকের আসনে বসেছিল রক্ষিত আর পাশের আসনে চলে গিয়েছিল প্রানশু। শুক্রবার রাত ১২টা ৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটেছিল। গাড়ির চালকের আসনে ছিল রক্ষিত। আর সেই সময় সেই গাড়িটি সোজা গিয়ে একাধিক টু-হুইলারকে ধাক্কা মেরেছিল। ওই দুর্ঘটনার জেরে রক্ষিতকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনায় মৃতা মহিলাকে শনাক্ত করা গিয়েছে। তাঁর নাম হেমালি প্যাটেল। তিনি স্কুটারে চেপে যাচ্ছিলেন, ঠিক সেই সময় বেপরোয়া গতিতে এসে তাঁকে ধাক্কা মারে রক্ষিতের গাড়িটি। এই ঘটনায় আরও চার জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
আবার এক প্রত্যক্ষদর্শীর রেকর্ড করা একটি ভিডিও-য় দেখা গিয়েছে যে, ক্ষতিগ্রস্ত গাড়িটি থেকে বেরিয়ে আসছে রক্ষিত। এরপর আশপাশের সকলেই তাকে দোষারোপ করতে থাকে। সেই সময় রক্ষিতকে অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল। সে চেঁচিয়ে বলছিল, “আর একবার?” তারপরেই আশপাশে উপস্থিত লোকজন তাকে ধরে মারধর করেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Accident News: ভাদোদরা-কাণ্ডের নতুন সিসিটিভি ফুটেজে দেখা গেল অভিযুক্তের বন্ধুকে, কেমন ছিল দুর্ঘটনার ঠিক আগের মুহূর্ত?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement