উত্তরাখণ্ডে ৩১ মার্চ আস্থা ভোটের নির্দেশ দিল হাইকোর্ট

Last Updated:

রাষ্ট্রপতি শাসন জারি থাকা সত্ত্বেও উত্তরাখণ্ড বিধানসভায় সমস্ত বিধায়কের উপস্থিতিতে ৩১ মার্চ আস্থা ভোট করার নির্দেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট ৷ একই সঙ্গে উত্তরাখণ্ডের সমস্ত বিধায়ককে ওই নির্দিষ্ট দিনে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ ৩১ মার্চ আস্থাভোটের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন হাইকোর্টের রেজিস্ট্রার ৷

#দেরাদুন: রাষ্ট্রপতি শাসন জারি থাকা সত্ত্বেও উত্তরাখণ্ড বিধানসভায় সমস্ত বিধায়কের উপস্থিতিতে ৩১ মার্চ আস্থা ভোট করার নির্দেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট ৷ একই সঙ্গে উত্তরাখণ্ডের সমস্ত বিধায়ককে ওই নির্দিষ্ট দিনে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ ৩১ মার্চ আস্থাভোটের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন হাইকোর্টের রেজিস্ট্রার ৷
হাইকোর্ট জানিয়েছে, আস্থা ভোটের ফলাফল বিধানসভায় ঘোষণা করা হবে না ৷ তার পরিবর্তে আস্থা ভোটের ফলাফল মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে ৷ উত্তরাখণ্ডে বিধানসভার সদস্যসংখ্যা ৭০ ৷ আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কংগ্রেসকে নিদেনপক্ষে ৩৬টি ভোট পেতে হবে ৷ যদিও রাষ্ট্রপতি শাসন জারি থাকল উত্তরাখণ্ডে ৷
গত ২৭ মার্চ হরিশ রাওয়াত সরকারের আস্থাভোট গ্রহণের একদিন আগেই উত্তরাখণ্ডে জারি হয় রাষ্ট্রপতি শাসন ৷ রবিবার সকালে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় হস্তাক্ষর করার পরই সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী উত্তরাখণ্ডে জারি হয় রাষ্ট্রপতি শাসন ৷ এই সিদ্ধান্ত শোনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত মন্তব্য করেন, ‘এটা গণতন্ত্র ও সংবিধানের হত্যা৷’এরপর রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় কংগ্রেস ৷
advertisement
advertisement
তার আগে গত ২৬ মার্চ রাতে ক্যাবিনেট মন্ত্রীদের বৈঠকে উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করা হয় ৷ সূত্রের খবর, বৈঠকের পর গভীর রাতে অর্থমন্ত্রী অরুণ জেটলি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে উত্তরাখণ্ডের বর্তমান রাজনৈতিক সঙ্কট সম্বন্ধে জানান এবং রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন ৷ সব দিক খতিয়ে দেখে রবিবার সকালে সেই সুপারিশে হস্তাক্ষর করেন রাষ্ট্রপতি ৷ প্রণব মুখোপাধ্যায়ের নির্দেশে ক্যাবিনেটের সুপারিশে উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের কংগ্রেস সরকারকে খারিজ করে উত্তরাখণ্ডে জারি হয় রাষ্ট্রপতি শাসন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরাখণ্ডে ৩১ মার্চ আস্থা ভোটের নির্দেশ দিল হাইকোর্ট
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement