Exit Poll Result of Lok Sabha Election 2019: দাগ কাটতে পারল না মহাগঠবন্ধন, ৬২টি আসন নিয়ে উত্তরপ্রদেশ জয় এনডিএ-র

Last Updated:

News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, বিজেপি পাচ্ছে ৫০ থেকে ৫৪টি আসন৷ বিজেপি-কে সরাতে অখিলেশ যাদব ও মায়াবতী জোট করেন৷ কংগ্রেস পৃথক লড়াই করেছে৷ সপা ও বসপা-র মহাগঠবন্ধন পাচ্ছে ১২টি থেকে ১৬টি আসন৷

#লখনৌ: জাতীয় রাজনীতিতে বলা হয়, দিল্লির রাস্তা উত্তরপ্রদেশ হয়েই যেতে হয়৷ গোবলয়ের প্রাণকেন্দ্র সেই উত্তরপ্রদেশ লোকসভা ভোটেও গেরুয়া-ময়৷ যার উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাচ্ছে ৬০ থেকে ৬২টি আসন৷ অতএব বোঝাই যাচ্ছে, বুয়া-বাবুয়া জোট কাজে দিল না উত্তরপ্রদেশে৷ কংগ্রেসের অবস্থাও তথৈবচ৷
#News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, বিজেপি পাচ্ছে ৫৯ থেকে ৬১টি আসন৷ বিজেপি-কে সরাতে অখিলেশ যাদব ও মায়াবতী জোট করেন৷ কংগ্রেস পৃথক লড়াই করেছে৷ সপা ও বসপা-র মহাগঠবন্ধন পাচ্ছে ১৭টি থেকে ১৯টি আসন৷
এ ছাড়া কংগ্রে পাচ্ছে ১ থেকে ২টি আসন৷ অর্থাত্‍‌ অমেঠী ও রায়বেরেলি৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Exit Poll Result of Lok Sabha Election 2019: দাগ কাটতে পারল না মহাগঠবন্ধন, ৬২টি আসন নিয়ে উত্তরপ্রদেশ জয় এনডিএ-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement