দাবানলের জেরে হিমবাহের গলে যাওয়ার আশঙ্কা

Last Updated:

উত্তরাখণ্ডের ভয়াবহ দাবানল প্রভাব ফেলতে চলেছে হিমবাহগুলির উপরে ৷ বনাঞ্চলে ভয়াবহ আগুনের জেরে বাড়তে চলেছে জল দূষণ ৷ এমনটাই জানাল বৈজ্ঞানিকরা ৷ আগুনে থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত কালো ধোঁয়া এবং ছাই হিমবাহগুলিকে ঢেকে ফেলছে ৷ এর ফলে হিমবাহগুলির গলে যাওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে ৷ কালো ধোঁয়া সূর্যের তাপ শোষণ করে নেয় ৷ ফলে সেই এলাকার তাপমাত্রা বেড়ে যায় ৷ এর জেরে হিমবাহগুলির তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিষেযজ্ঞরা ৷ উত্তারাখণ্ডের এই এলাকাগুলিতে থেকে যে নদীগুলির উৎস তাদের জলও দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন , ইতিমধ্যেই বনাঞ্চলে আগুনের জেরে উত্তর ভারতে ০.২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে ৷ কালো কার্বন দীর্ঘ সময় ধরে বাতাসে থাকলে বর্ষার উপরও প্রভাব ফেলবে বলে জানিয়েছে বৈজ্ঞানিরা ৷

#দেরাদুন: উত্তরাখণ্ডের ভয়াবহ দাবানল প্রভাব ফেলতে চলেছে হিমবাহগুলির উপরে ৷ বনাঞ্চলে ভয়াবহ আগুনের জেরে বাড়তে চলেছে জল দূষণ ৷ এমনটাই জানাল বৈজ্ঞানিকরা ৷ আগুনে থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত কালো ধোঁয়া এবং ছাই হিমবাহগুলিকে ঢেকে ফেলছে ৷ এর ফলে হিমবাহগুলির গলে যাওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে ৷ কালো ধোঁয়া সূর্যের তাপ শোষণ করে নেয় ৷ ফলে সেই এলাকার তাপমাত্রা বেড়ে যায় ৷ এর জেরে  হিমবাহগুলির তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিষেযজ্ঞরা ৷ উত্তারাখণ্ডের এই এলাকাগুলিতে থেকে যে নদীগুলির উৎস তাদের  জলও দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন , ইতিমধ্যেই বনাঞ্চলে আগুনের জেরে উত্তর ভারতে ০.২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে ৷ কালো কার্বন দীর্ঘ সময় ধরে বাতাসে থাকলে বর্ষার উপরও প্রভাব ফেলবে বলে জানিয়েছে বৈজ্ঞানিরা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দাবানলের জেরে হিমবাহের গলে যাওয়ার আশঙ্কা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement