আস্থা ভোট শেষে আত্মবিশ্বাসী হরিশ রাওয়াত, ফল ঘোষণা হবে বুধবার
Last Updated:
শেষ হল উত্তরাখণ্ডের আস্থা ভোট ৷ আস্থা ভোটের ফল সিল করা খামে জমা দেওয়া হল সুপ্রিম কোর্টে ৷ বুধবার ওই খাম খুলে শীর্ষ আদালত জানাবে কী হতে চলেছে উত্তরাখণ্ডের রাজনৈতিক ভবিষ্যৎ ৷
#দেরাদুন: শেষ হল উত্তরাখণ্ডের আস্থা ভোট ৷ আস্থা ভোটের ফল সিল করা খামে জমা দেওয়া হল সুপ্রিম কোর্টে ৷ বুধবার ওই খাম খুলে শীর্ষ আদালত জানাবে কী হতে চলেছে উত্তরাখণ্ডের রাজনৈতিক ভবিষ্যৎ ৷
উত্তরাখণ্ডের রাজনীতিতে ফের নিজের যোগ্যতা প্রমাণ করলেন হরিশ রাওয়াত। সূত্রের খবর, আস্থা ভোটে জয়ী হয়েছেন হরিশ রাওয়াতরা। আস্থা ভোটে আস্থা জয় করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ফিরতে চলেছেন হরিশ রাওয়াত ৷ আস্থা ভোটে কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন ৩৪ জন, অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ২৮ জনের সমর্থন ৷ আস্থা ভোট সম্পন্ন হওয়ার পর বিজেপি বিধায়ক গণেশ জোশি অভিযোগ করেন, ‘টাকার খেলায় জিতেছে কংগ্রেস’ ৷ বিজেপি বিধায়ক তিরথ সিং রাওয়াত জানান, এদিন ধ্বনি ভোটের মাধ্যমে বিধায়করা নিজেদের মত জানিয়েছেন ৷
advertisement
গত কয়েকমাস ধরে উত্তরাখণ্ডে অব্যাহত রাজনৈতিক অস্থিরতা ৷ গত ২৭ মার্চ উত্তরাখণ্ডে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন ৷ আস্থা ভোটের কারণে এদিন দু’ঘণ্টার জন্য রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয় ৷ উত্তেজনা সামাল দিতে মঙ্গলবার বিকেল চারটে থেকেই দেরাদুন জুড়ে ১৪৪ ধারা জারি করা হয় ৷ এদিন আস্থা ভোট চলাকালীন সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ ছিল ৷ এমনকী, ভেতরে কোনও মোবাইল ফোনও ব্যবহারের অনুমতি ছিল না ৷
advertisement
advertisement
আস্থা ভোটের পুরো প্রক্রিয়া এদিন ভিডিওতে রেকর্ড করা হয় ৷ প্রক্রিয়া চলাকালীন আদালতের নিযুক্ত করা পর্যবেক্ষক জয়দেব সিংও উপস্থিত ছিলেন ৷
আস্থা ভোট শেষ হওয়ার পর হরিশ রাওয়াতের হাসি মুখ ও হাতের ‘ভি’ চিহ্ন বুঝিয়ে দিল জেতার ব্যাপারে তিনি কতটা আত্মবিশ্বাসী ৷ মঙ্গলবারই সুপ্রিম কোর্টের রায় শোনার পর অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ৷ গতকাল উত্তরাখণ্ড হাইকোর্টের রায়ে সম্মতি জানিয়ে বিক্ষুব্ধ নয় কংগ্রেস বিধায়কের আস্থাভোটে থাকার আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত ৷ ভোটের অঙ্ক অনুযায়ী বাকি ছয় বিধায়কের সমর্থন পেলেই সরকারে ফিরবে হরিশ রাওয়াত ৷
advertisement
আস্থা ভোটে রাওয়াতকে পরাস্ত করতে চেষ্টার ত্রুটি ছিল না। আগেই বিদ্রোহ ঘোষণা করেছেন নয়জন বিধায়ক। এদিন আবার বিজেপির হাত ধরেন রেখা আর্য। কিন্তু এদিন আস্থা ভোটের আগেই কংগ্রেসকে সমর্থন করেন মায়াবতী।
একটি বিলে বিরোধী বিজেপিকে সমর্থন করেছিলেন সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের ৯ বিধায়ক। যার জেরে সংখ্যাগরিষ্ঠতা হারায় হরিশ রাওয়াত সরকার। পরিস্থিতির ফায়দা তুলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র। দেশজুড়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। সুপ্রিম কোর্ট পর্যন্ত ইস্যু গড়ায় । বাতিল করা হয় ওই নয় কংগ্রেস বিধায়কের সদস্যপদ। বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টেও আবেদন করেছিলেন তাঁরা। কিন্তু সেখানেও বাতিল হয় কংগ্রেস বিধায়কদের আবেদন। এর ফলে মঙ্গলবার আস্থা ভোটে অংশ নিলেন বিধানসভার ৬১ জন সদস্য।
advertisement
মোট ৭০ সদস্যের মধ্যে উত্তরাখণ্ড হাইকোর্টে ছিলেন বিজেপির ২৮ ও কংগ্রেসের ২৭ জন বিধায়ক । এছাড়াও রয়েছে BSP-র দুই, উত্তরাখণ্ড ক্রান্তি দলের এক ও একজন নির্দল বিধায়ক রয়েছে। এছাড়াও রয়েছেন ৯ বিদ্রোহী কংগ্রেস বিধায়ক। এর মধ্যে যদি কংগ্রেস বহিরাগত ৬ বিধায়কের ভোট পেয়ে থাকে, তাহলে এদিনের আস্থাভোটে জিতছে তারাই।
হরিশ রাওয়াতের জয় প্রায় নিশ্চিত। এখন শুধু অপেক্ষা বুধবার সুপ্রিম কোর্টের ফল ঘোষণার। একদিকে যখন রাওয়াতের জয়ের সম্ভাবনায় কংগ্রেসে উচ্ছ্বাস, বিপরীতে হতাশ বিজেপি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2016 1:27 PM IST