সরকার বাঁচাতে বিধায়কদের সরাল কংগ্রেস, রাহুল তুলল বিধায়ক কেনাবেচার অভিযোগ

Last Updated:

উত্তরাখণ্ডে সরকার সংকটে ৷ সরকার অটুট রাখতে সমস্ত পন্থা নিচ্ছে কংগ্রেস ৷ সূত্রের খবর, উত্তরাখণ্ডের সমস্ত কংগ্রেস বিধায়কদের রবিবার রামনগরের কোনও সুরক্ষিত অজ্ঞাত জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ শনিবার বরখাস্ত হওয়া বিজেপি বিধায়ক ভীম লাল আরিয়াও কং বিধায়কদের ওই দলে রয়েছে বলে খবর ৷

#দেরাদুন: উত্তরাখণ্ডে সরকার সংকটে ৷ সরকার অটুট রাখতে সমস্ত পন্থা নিচ্ছে কংগ্রেস ৷ সূত্রের খবর, উত্তরাখণ্ডের সমস্ত কংগ্রেস বিধায়কদের রবিবার রামনগরের কোনও সুরক্ষিত অজ্ঞাত জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ শনিবার বরখাস্ত হওয়া বিজেপি বিধায়ক ভীম লাল আরিয়াও কং বিধায়কদের ওই দলে রয়েছে বলে খবর ৷
অন্যদিকে, রবিবার সকাল থেকেই ট্যুইটারে বিজেপি এবং নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধি ৷ উত্তরাখণ্ড সমস্যা নিয়ে বিজেপিকে তোপ দেগে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি বলেন, ‘অরুণাচলের পর এবার উত্তরাখণ্ড। টাকা ও পেশীশক্তি ব্যবহার করে বিধায়কদের কিনে নিচ্ছে বিজেপি। এটাই মোদীজির আসল মুখ।’ গণতান্ত্রিক ভারতে বিজেপির এই স্বৈরাচার মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়ে ট্যুইট করেন সোনিয়া পুত্র ৷
advertisement
রাহুল গান্ধির এই ট্যুইটের আগেই উত্তরাখণ্ড সরকারের অশান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি ৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর বক্তব্য, ‘উত্তরাখণ্ড নিয়ে জট বাড়াচ্ছে কংগ্রেস ৷ এই ইস্যুতে বৈঠক করুক কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ৷’
advertisement
উত্তরাখণ্ড বিধানভায় কংগ্রেস সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উঠছে প্রশ্ন ৷ সমস্যার সূত্রপাত বেশ কিছুদিন আগেই ৷ একটি অর্থবিল পাশ করতে গিয়ে সরকার ৩৬ টি ভোটের বদলে বিলের সমর্থনে মাত্র ৩২টি ভোট পান ৷ এরকম নড়বড়ে পরিস্থিতিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে কংগ্রেসের নয় বিধায়ক ৷ শনিবার এই নয় নেতাকে নোটিস পাঠিয়েছেন উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার জিএস কুঞ্জওয়াল ৷ বিরোধী বিজেপি শক্তি ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যালঘিষ্ঠ রাওয়াত সরকার ভেঙে দেওয়ারও আবেদন জানিয়েছেন। যদিও বিরোধীদের দাবি উড়িয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেছেন, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তিনি তৈরি ৷ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে পদত্যাগ করতেও প্রস্তুত। রাজ্যপাল কৃষ্ণকান্ত পল মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে ২৮ মার্চের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ দিয়েছেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সরকার বাঁচাতে বিধায়কদের সরাল কংগ্রেস, রাহুল তুলল বিধায়ক কেনাবেচার অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement