#দেরাদুন: কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার দু'সপ্তাহ পর করোনামুক্ত হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। রবিবার তাঁর দফতরের তরফে এই খবর ঘোষণা করা হয়েছে। নিজেও তিনি ট্যুইট করেছেন করোনামুক্তি নিয়ে। তিনি ট্যুইটে লিখেছেন, 'গত ৪৮ ঘণ্টায় আমার করা করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে দু'বারই। আমি ঈশ্বর ও জনতার কাছে কৃতজ্ঞ, শুভাকাঙ্খী ও সব কর্মীরা আমার আরোগ্য কামনা করেছিলেন।'
গত ২২ মার্চ করোনা পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট এসেছিল তিরথ সিং রাওয়াতের। সেদিন তিনি নিজেই জানিয়েছিলেন, 'আমার করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ভালো আছি এবং আমার কোনও সমস্যা নেই৷ আমি ডাক্তারদের নজরদারিতে নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছি। এখন আইসোলেশনে রয়েছি৷ আপনারা যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে সাবধানে থাকুন।'
কিছুদিন আগেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিরথ সিং রাওয়াত। তার পর থেকে একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও মেয়েদের ছেঁড়া জিন্স পরা, কখনও আবার ভারতকে ২০০ বছর আমেরিকার পরাধীন করে রাখার মতো মন্তব্য করেছেন তিনি। কয়েকদিন আগেই নৈনিতালের রামনগরে একটি অনুষ্ঠানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, 'কোভিড পরিস্থিতিতে সরকার থেকে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। খাদ্যসামগ্রী যেভাবে দেওয়া হয়, তাতে যেই পরিবারে ২ টি সন্তান রয়েছে, সেই পরিবারে ১০ কেজি খাদ্যশস্য দেওয়া হয়েছে। অন্যদিকে যেই পরিবারে ১০ জন তাঁরা ৫০ কেজি খাদ্যশস্য পেয়েছেন। ফলে এই পরিমাণ খাদ্য সামগ্রী দিয়ে তাঁরা একটা আস্ত দোকান খুলতে পারত।'
बीते 48 घंटों में दो बार मेरी कोरोना जांच की रिपोर्ट नेगेटिव आई हैं। मैं ईश्वर का तथा मेरे शीघ्र स्वास्थ्य लाभ की कामना करने वाले प्रदेशवासियों, शुभचिंतकों और समस्त कार्यकर्ताओं का भी हृदय से आभारी हूँ।
— Tirath Singh Rawat (@TIRATHSRAWAT) April 4, 2021
মেয়েদের ছেঁড়া জিন্স পরা নিয়েও বিস্ফোরক দাবি করেছিলেন তিনি। একটি কর্মিসভায় এক মহিলার সঙ্গে তাঁর কথোপকথন তুলে ধরেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷ ওই মহিলা নাকি তাঁর দুই সন্তানকে নিয়ে বিমানে সফর করছিলেন৷ রাওয়াত বলেন, 'তিনি আমার পাশে বসেছিলেন, তাই তাঁর সঙ্গে কথা বলি৷ তিনি গাম্বুট পরেছিলেন, আর তাঁর জিনসটা হাঁটুর কাছে ছেঁড়া ছিল৷ তিনি একটি এনজিও চালান৷ তাঁর জিনস হাঁটুর কাছে ছেঁড়া৷ তাই নিয়েই তিনি বাচ্চাদের সঙ্গে করে সমাজে ঘুরে বেড়াচ্ছেন৷ ছেলেমেয়েদের কী মূল্যবোধ তিনি শেখাবেন?' এই বক্তব্যকে ঘিরেই ক্ষোভ উগরে দেয় নেটিজেন থেকে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Tirath Singh Rawat, Uttarakhand