Viral: ব্যাঙ্কের লকার খুলে চোখে অন্ধকার দেখলেন মহিলা! মেয়ের বিয়ের জন্য গচ্ছিত ১৮ লক্ষ টাকা কেটেছে উইপোকা!

Last Updated:

Viral: সম্প্রতি ব্যাঙ্কের লকার খুলে তাঁর মাথায় হাত। সব টাকা খেয়ে নিয়েছে উই

ফাইল ছবি
ফাইল ছবি
মোরাদাবাদ : দেড় বছরেরও বেশি সময় ধরে ব্যাঙ্কের লকারে ১৮ লক্ষ টাকা রেখেছিলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক মহিলা। ওই টাকা এবং কিছু গয়না তিনি গত বছর অক্টোবর মাস থেকে আলাদা করে গচ্ছিত রেখেছিলেন মেয়ের বিয়ের জন্য। সম্প্রতি ব্যাঙ্কের লকার খুলে তাঁর মাথায় হাত। সব টাকা খেয়ে নিয়েছে উই।
অলকার মেয়ের বিয়ে যে সামনেই তাও নয়। তিনি ব্যাঙ্ক থেকে ডাক পেয়েছিলেন ‘কেওয়াইসি’ প্রক্রিয়ার জন্য। সে সময়ই লকার খুলে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। অলকা দেখেন লকারে তাঁর গচ্ছিত সব টাকা নষ্ট হয়েছে উইয়ের আক্রমণে। তিনি তড়িঘড়ি অভিযোগ জানান ব্যাঙ্ক ম্যানেজারের কাছে। ব্যাঙ্কের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন তিনি।
advertisement
advertisement
অলকার ছোট্ট একটা ব্যবসা আছে। পাশাপাশি তিনি ছাত্রছাত্রীও পড়ান। ব্যাঙ্কে বিনিয়োগ না করে ওই টাকা তিনি গয়নার সঙ্গেই রেখে দিয়েছিলেন। তাঁর দাবি তিনি জানতেন না এভাবে লকারে টাকা রাখা যায় না। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন ব্যাঙ্ক ম্যানেজার। তিনি যে ক্ষতির মুখোমুখি হয়েছেন তার পরিমাণ হিসেব করার চেষ্টাও চলছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Viral: ব্যাঙ্কের লকার খুলে চোখে অন্ধকার দেখলেন মহিলা! মেয়ের বিয়ের জন্য গচ্ছিত ১৮ লক্ষ টাকা কেটেছে উইপোকা!
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement