#লখনউ: সরকারি প্রাথমিক স্কুলে জলসা। বার ডান্সারদের নাচ গান। উড়ল টাকা। দেদার খাওয়া-দাওয়া। উত্তরপ্রদেশেরে মির্জাপুরের ঘটনায় বিতর্ক। প্রধান শিক্ষকের দাবি, ছুটির পর গ্রাম পঞ্চায়েত প্রধান স্কুলের চাবি নিয়েছিলেন। জলসা বিতর্কে তদন্তের নির্দেশ স্থানীয় প্রশাসনের।
স্কুলের প্রধান শিক্ষিকা জানান, এদি স্কুল ছুটির পর গ্রামের প্রধান স্কুলের চাবি নিয়ে নেয় তার কাছ থেকে ৷ দিনে যেখানে পড়াশোনা করতে আসেন শিশুরা, সেই স্কুলকেই গ্রামের মোড়লরা কার্যত ডান্স বার বানিয়ে ফেললেন।
ওই রাতে স্কুলে পার্টির আয়োজন করা হয়। পার্টিতে আনা হয় বার ডান্সারদের ৷ মদের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চলছিল অশ্লীল নৃত্য। এর জেরে যোগীর প্রশাসন নিয়ে প্রশ্ন উঠেছে ৷
স্কুলের মধ্যে গ্রামের মোড়ল, মাতব্বরদের অশ্লীল নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে গিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অভিযোগ জানালে তবেই পদক্ষেপ নেওয়া যাবে বলে জানা গিয়েছে ৷
#WATCH: Government primary school in Uttar Pradesh's Mirzapur turned into a 'dance bar' by locals on the night of #RakshaBandhan pic.twitter.com/NGz8YypQCc
— ANI UP (@ANINewsUP) August 9, 2017
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Primary school turns into a dance bar, Rakshabandhan, Uttar Pradesh primary school