Uttar Pradesh News: নেকড়ে, চিতাবাঘের পর উত্তরপ্রদেশে এবার পাগল শিয়ালের তান্ডব, প্রাণে বাঁচলেন এক বৃদ্ধ

Last Updated:

Uttar Pradesh News: উত্তরপ্রদেশে এবার পাগল শিয়ালের তান্ডব, এক বৃদ্ধকে আক্রমণ৷ ক্ষেপে ক্ষেপে ফের মানুষখেকো নেকড়েদের হানা বিভিন্ন জায়গায়, আহত তিন৷

বাহরাইচে এবার শিয়ালের আক্রমণ৷
বাহরাইচে এবার শিয়ালের আক্রমণ৷
বাহরাইচ: শান্তিতে নেই উত্তরপ্রদেশের মানুষ। প্রায় রোজই কোনও না কোনও বন্য প্রাণীর আক্রমণের শিকার হচ্ছেন তাঁরা। নেকড়ে, চিতাবাঘ, বানরের আক্রমণ রাজ্যে এখন আর নতুন কিছু নয়৷ তালিকায় এবার যোগ হল পাগল শিয়ালও! সোমবার সন্ধ্যায় বাহরাইচে এক বৃদ্ধকে আক্রমণ করেছে সেটি।
ঘটনাটি ঘটেছে বাহরাইচের রিশিয়া থানা এলাকার বিশুনাপুর গ্রামে। এক বৃদ্ধ সন্ধ্যায় বাড়ির দরজায় বসেছিলেন। হঠাৎ কোথা থেকে একটি শিয়াল এসে বৃদ্ধকে আক্রমণ করে বসে। তাঁর চিৎকার শুনে সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে যায়৷ শিয়ালটিকে এরপর সবাই লাঠি দিয়ে মারতে শুরু করে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সেটির। কেউ একজন গোটা ঘটনার ভিডিয়ো করেছেন। শিয়ালের আক্রমণের ফলে সেই বৃদ্ধের মুখে চোট লেগেছে। চিকিৎসা করা হয়েছে তার৷
advertisement
advertisement
এদিকে বাহরাইচে নেকড়েদের হামলা এখনও অব্যাহত। গত ৪৮ ঘন্টায়, বাহরাইচে মানুষখেকো নেকড়েরা মোট ৬টি জায়গায় আক্রমণ করেছে৷ সোমবার-মঙ্গলবার মধ্যরাতে বিভিন্ন গ্রামে তিন দফায় হানা দেয় নেকড়েরা। রাত ১১.৪০ নাগাদ প্রথম হামলাটি করে তারা। নেকড়েদের আক্রমণের শিকার হন ৩০ বছর বয়সী এক মহিলা। দ্বিতীয় হামলাটি হয় রাত ১টার দিকে৷ এবার আক্রমণের শিকার ৪৫ বছর বয়সী একজন। তৃতীয় হামলার ঘটনাটি ঘটে নারকোটোয়া গ্রামে ৬ বছরের এক শিশুর ওপর। তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য বাহরাইচের মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
advertisement
বাহরাইচ এলাকায় এখনও অবধি ১১ জনকে শিকার করেছে নেকড়েরা। আহত হয়েছেন পঞ্চাশেরও বেশি। ঘটনার পর বনবিভাগের বিভিন্ন দল তল্লাশি অভিযান চালাচ্ছে। বনবিভাগ এখন পর্যন্ত ৫টি নেকড়েকে খাঁচায় বন্দি করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: নেকড়ে, চিতাবাঘের পর উত্তরপ্রদেশে এবার পাগল শিয়ালের তান্ডব, প্রাণে বাঁচলেন এক বৃদ্ধ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement