করবা চৌথের উপোস করেনি নববধূ, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন স্বামী!

Last Updated:

এমন আনন্দের দিনের পরিণতি হল চরম ৷ স্ত্রী করবা চৌথের উপোস করতে রাজি না হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন স্বামী!

#মথুরা: গতকাল ছিল করবা চৌথ ৷ এই দিন স্বামীর দীর্ঘ ও সুস্থ জীবন কামনায় নিরম্বু উপবাস করেন স্ত্রীরা ৷ তারপর সন্ধ্যায় চাঁদ উঠলে চাঁদ ও স্বামীর মুখ দেখে জল ও খাবার মুখে দেন সধবারা ৷ এই দিন খুব সুন্দর করে সাজেন মেয়েরা, দামী পোশাক পরেন ৷ আবার স্বামীরা স্ত্রীদের জন্য উপহারও আনেন এই দিনে ৷
কিন্তু এমন আনন্দের দিনের পরিণতি হল চরম ৷ স্ত্রী করবা চৌথের উপোস করতে রাজি না হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন স্বামী! ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মেঘেরা গ্রামে ৷ মাস কয়েক আগে বিয়ে হয়েছিল ২১ বছরের দীনেশ যাদবের ৷ পেশায় দর্জির কাজ করেন তিনি ৷
karva chauth8
advertisement
advertisement
গতকাল করবা চৌথের আগে ব্রত রাখা নিয়ে নববধূর সঙ্গে ঝামেলা হয়েছিল দীনেশের ৷ প্রথম করবা চৌথে সারাদিন উপোস করতে চাননি দীনেশের স্ত্রী ৷ সারাদিন উপোস করলে তাঁর শরীর খারাপ করে বলে জানিয়েছিলেন তিনি ৷ নতুন বৌয়ের মুখে এই উত্তর শোনার পরেই প্রচণ্ড রেগে যান দীনেশ ৷
সঙ্গে সঙ্গে রাগের মাথায় পাশের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ৷ এরপরেই ওড়নায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের থেকে ঝুলে পড়েন ৷ চিৎকার, চেঁচামেচি শুনে ছুটে আসেন আশেপাশের সকলে ৷ দরজা ভেঙে দীনেশকে নামিয়ে সঙ্গে সঙ্গেই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
advertisement
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করবা চৌথের উপোস করেনি নববধূ, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন স্বামী!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement