Uttar Pradesh Doctor Viral Video: পাঁচ বছরের শিশুকে দিয়ে সিগারেটে টান, সরকারি ডাক্তারবাবুর উদ্ভট চিকিৎসা! ভাইরাল ভিডিও হতেই ট্রান্সফার

Last Updated:

গত মার্চ মাসে এই ঘটনা ঘটে৷ বিষয়টি জানাজানি হতেই ওই চিকিৎসককে জেলার সদর দফতরে ট্রান্সফার করা হয়৷

চিকিৎসার নামে এ কী করলেন চিকিৎসক? ছবি-এক্স থেকে
চিকিৎসার নামে এ কী করলেন চিকিৎসক? ছবি-এক্স থেকে
ঠান্ডা লেগেছে বলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল পাঁচ বছরের বালককে৷ চিকিৎসার নামে সেই বালকের মুখেই সিগারেট গুঁজে দিলেন চিকিৎসক স্বয়ং৷ শুধু তাই নয়, নিজেই লাইটার থেকে আগুন ধরিয়ে দিয়ে শিশুটিকে সিগারেট টানা শেখালেন ওই চিকিৎসক৷
উত্তর প্রদেশের জালায়ুঁতে সরকারি চিকিৎসকের এমন উদ্ভট চিকিৎসা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সবাই৷ নেটমাধ্যমে ইতিমধ্যেই ওই চিকিৎসকের কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে৷ তুমুল সমালোচনা শুরু হয়েছে ওই সরকারি চিকিৎসকের৷ এর পরই তাঁকে বদলির নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতর৷
জানা গিয়েছে, অভিযুক্ত ওই চিকিৎসকের নাম সুরেশ চন্দ্র৷ তিনি কাঠাউন্ডের কেন্দ্রীয় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ছিলেন৷
advertisement
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই চিকিৎসক একটি পাঁচ বছরের বালকের মুখে সিগারেট গুঁজে দিয়ে তাকে বোঝাচ্ছেন, কীভাবে সিগারেটের ধোঁয়া ভিতর দিকে টানতে হবে৷ এর পর পকেট থেকে লাইটার বের করে নিজেই সিগারেটে আগুন ধরিয়ে দিতে দেখা যায় ওই চিকিৎসককে৷ তার পরেও শিশুটি ঠিকমতো সিগারেটের ধোঁয়া টানতে না পারায় কিছুটা বিরক্ত হয়ে নিজেই সিগারেটে দুই টান মেরে শিশুটিকে হাতেকলমে শেখানোর চেষ্টা করেন ওই চিকিৎসক৷ ফের নিজের মুথ থেকে সিগারেটটি নিয়ে শিশুটির মুখে গুঁজে দেন তিনি৷ শিশুটির মুখে থাকা অবস্থায় সিগারেট নিভে গেলে ফের একবার লাইটার দিয়ে তা ধরিয়ে দেন ওই চিকিৎসক৷ শেষে তাঁকে বলতে শোনা যায়, আজকে এইটুকুই ট্রেনিং দিলাম৷ আবার পরের দিন দেখা যাবে৷
advertisement
গত মার্চ মাসে এই ঘটনা ঘটে৷ বিষয়টি জানাজানি হতেই ওই চিকিৎসককে জেলার সদর দফতরে ট্রান্সফার করা হয়৷ গত ২৮ মার্চ ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়৷ কয়েকদিনের মধ্যেই ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা পড়ার কথা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Doctor Viral Video: পাঁচ বছরের শিশুকে দিয়ে সিগারেটে টান, সরকারি ডাক্তারবাবুর উদ্ভট চিকিৎসা! ভাইরাল ভিডিও হতেই ট্রান্সফার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement