হাইওয়েতে নগ্ন হয়ে মহিলার নৃত্য
Last Updated:
রাস্তা দিয়ে যাচ্ছেন ৷ রোজকার মতো স্কুল, অফিস যে যার গন্তব্যের দিকি ছুটে চলেছেন ৷ তার মাঝেই হঠাৎ আবির্ভাব তার ৷ বিস্ময়কর এই দৃশ্য দেখে চক্ষু ছানাবড়া সকলের ৷ ট্রাকের উপরে নগ্ন হয়ে নাচতে দেখা গেল এক মহিলাকে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস্টন সাক্ষী রইল আশ্চর্য এমনই এক ঘটনার ৷ সোমবারের এই ঘটনার জেরে হাউস্টন ২৯০ হাইওয়েতে বিশাল যানজোটের সৃষ্টি হয় ৷ ঘটনাটি ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌছয় টেলিভিশনের হেলিকপ্টর ৷ রেকর্ড করতে থাকে মহিলার নগ্ন নৃত্য ৷ দমকলের সাহায্যে অবশেষে মহিলাকে ট্রাকের মাথা থেকে নামানো হয়েছে ৷ এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি ৷ তবে শারীরিক ও মানসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে মহিলাকে ৷ পুলিশ জানিয়েছে, এদিন হাইওয়ের ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে মহিলার গাড়ি ৷ এরপরই তার গাড়ির পিছনে থাকা একটি ট্রাকের ছাদে উঠে জামা কাপড় খুলতে থাকেন এবং নাচতে শুরু করেন মহিলা৷
#হাউস্টন: রাস্তা দিয়ে যাচ্ছেন ৷ রোজকার মতো স্কুল, অফিস যে যার গন্তব্যের দিকে ছুটে চলেছেন ৷ তার মাঝে হঠাৎ চোখটা গিয়ে পড়ল সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাকের মাথায় ৷ ও মা এ কী দেখলেন ? সত্যি নাকি চোখের ভুল ৷ সে এক দৃশ্য বটে ৷ ট্রাকের উপরে নগ্ন হয়ে নাচতে দেখা গেল এক মহিলাকে ৷ বিস্ময়কর এই দৃশ্য দেখে চক্ষু ছানাবড়া সকলের ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস্টন সাক্ষী রইল আশ্চর্য এমনই এক ঘটনার ৷ সোমবারের এই ঘটনার জেরে হাউস্টন ২৯০ হাইওয়েতে বিশাল যানজোটের সৃষ্টি হয় ৷ ঘটনাটি ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌছয় টেলিভিশনের হেলিকপ্টর ৷ রেকর্ড করতে থাকে মহিলার নগ্ন নৃত্য ৷ দমকলের সাহায্যে অবশেষে মহিলাকে ট্রাকের মাথা থেকে নামানো হয়েছে ৷ এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি ৷ তবে শারীরিক ও মানসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে মহিলাকে ৷ পুলিশ জানিয়েছে, এদিন হাইওয়ের ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে মহিলার গাড়ি ৷ এরপরই তার গাড়ির পিছনে থাকা একটি ট্রাকের ছাদে উঠে জামা কাপড় খুলতে থাকেন এবং নাচতে শুরু করেন মহিলা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2016 3:23 PM IST