#আহমেদাবাদ: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হবে কি না তা নিয়ে যখন ধোঁয়াশা চলছে, তখন মোতেরা স্টেডিয়ামে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, ৩ হাজার কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র৷
ট্রাম্প বলেন, 'আমার প্রিয় দেশে আপনাদের অবদানের জন্য ধন্যবাদ৷ আমেরিকার অর্থনীতি এখন দৌড়চ্ছে৷ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও বাড়াতেই আমি ভারতে এসেছি৷ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে আমরা দু দেশের সম্পর্ক আরও মজবুত করব৷ আমরা সেরা প্রতিরক্ষার সরঞ্জাম তৈরি করি, এ বার তা আমরা ভারতের সঙ্গে ভাগ করে নেব৷ আগামিকাল আমরা ৩ হাজার কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি সই করব৷'
ভারতের ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ইসলামিক উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে আমরা দুই দেশ এক৷ সম্প্রতি আমরা আইসিস-কে জবাব দিয়েছি, ওদের নেতাকে মেরেছি৷ সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে লড়বে৷ সীমান্তে জঙ্গি কার্যকলাপ ঠেকাতে পাকিস্তানের সঙ্গেও আমরা কাজ করছি৷ পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ভালো হয়েছে৷'
এরপরেই ভারতের ধর্ম নিরপেক্ষতার প্রশংসা শোনা যায় ট্রাম্পের গলায়৷ বলেন, 'মানবতাকে আশা জাগাচ্ছে ভারত৷ মাত্র ৭০ বছরে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ও শক্তিশালী দেশ ভারত৷ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে গ্রামে গ্রামে বিদ্যুত্ পৌঁছে গিয়েছে৷ বিশ্বের সবচেয়ে বেশি মধ্যবিত্তের বাস হতে চলেছে ভারত৷'
মোদির সম্পর্কে ট্রাম্প বলেন, 'ভারত এখন আমাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে৷ প্রধানমন্ত্রী মোদি চাওয়ালা থেকে শুরু করে এখন বিশাল ভোটে জিতে প্রধানমন্ত্রী৷ মোদি কঠোর পরিশ্রমি মানুষ, দেখিয়ে দিয়েছেন, সব সম্ভব৷ উনি বন্ধুত্বপূর্ণ কিন্তু কঠিন৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump in India, Narendra Modi, Trump India Tour, Trump India Visit