সন্ত্রাসবাদ নিয়ে SAARC-এর উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিনিধি পাঠাতে বাধ্য হল পাকিস্তান
Last Updated:
বিশ্বজুড়ে চাপের মুখে একেবারে শেষ মুহুর্তে সার্ক বৈঠকে প্রতিনিধি পাঠাতে বাধ্য হল নওয়াজ শরিফ প্রশাসন। তবে অন্য দেশের মত বৈঠকে থাকছেন না পাক আইবি প্রধান।
#নয়াদিল্লি: বিশ্বজুড়ে চাপের মুখে একেবারে শেষ মুহুর্তে সার্ক বৈঠকে প্রতিনিধি পাঠাতে বাধ্য হল নওয়াজ শরিফ প্রশাসন। তবে অন্য দেশের মত বৈঠকে থাকছেন না পাক আইবি প্রধান। পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন ভারতে পাক হাইকমিশনার। উরির সেনাঘাঁটিতে হামলায় ভারতের ডসিয়ার নিয়েও চিন্তা বাড়ছে পাক প্রশাসনের। ডসিয়ার কূটনীতি নিয়ে মরিয়া পাকিস্তানের সিদ্ধান্ত, পাকিস্তানে ভারতের হাইকমিশনই এধরনের ডসিয়ার দিতে পারে।
আইবি প্রধান নয়, হাই কমিশনারকে নিরাপত্তা বৈঠকে পাঠাচ্ছে পাকিস্থান। সময় পেরিয়ে গেলেও মঙ্গলবার পর্যন্ত প্রতিনিধির নাম পাঠায়নি পাকিস্তান। তবে সন্ত্রাস নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়তেই সিদ্ধান্ত বদলে ফেলল নওয়াজ প্রশাসন।
পাক বিদেশনীতি উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে ফোনে কথা নওয়াজ শরিফের ৷ বিদেশসচিব এজাজ আহমেদের খানের সঙ্গে আলোচনা সরতাজের
advertisement
তারপরই নর্থ ব্লকে ফ্যাক্স পাঠিয়ে বৈঠকে আসার বার্তা দিল পাক হাইকমিশন ৷
advertisement
সেই বার্তাতেও পাকিস্তান জানায়নি, ঠিক কোন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে আসছেন। বিদেশমন্ত্রকের পাল্টা ফ্যাক্স পেয়ে জানানো হয় হাইকমিশনার আবদুল বাসিতের নাম। উপমহাদেশীয় বৈঠকে যোগ দিচ্ছেন কোনও কূটনীতিক, এমন ঘটনার কথা চেষ্টা করেও মনে করা যাচ্ছে না।
Location :
First Published :
September 21, 2016 8:18 PM IST