ফিরে দেখা জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা
Last Updated:
#নয়াদিল্লি: ৩০ বছরে প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এলেছিল এনডিএ সরকার ৷ দেশের জন্য গেম চেঞ্জিং প্ল্যান নিয়ে আসতে চলেছে মোদি সরকার এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান সন্ত্রাস রুখতে সব দেশকে উদ্যোগী হতে হবে। ভারত ৪০ বছর ধরে সন্ত্রাসের মোকাবিলা করছে।
ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নাশকতা শিকার হয়েছে ভারত ৷ এর জেরে প্রশ্ন উঠেছে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ৷ কী করে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও পাঠানকোট বা উরির মত জঙ্গি হামলা হচ্ছে দেশে ৷ চিন্তায় সেনা কর্তারা ৷
রিপোর্ট অনুযায়ী, জম্মু কাশ্মীরের সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ আগের বছরের তুলনায় ২০১৬ সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে ৷ জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত জঙ্গিরা ৯০ বার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা চালিয়েছে ৷ গতবছর ২৯ বার এমন চেষ্টা চালানো হয়েছিল ৷
advertisement
advertisement
রবিবার ভোর রাতে জম্মু-কাশ্মীরে সেনার হেড কোয়ার্টারে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় শহীদ হয়েছেন ১৭ জন জওয়ান ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জঙ্গি ৷ ঘটনার নিন্দা করে ট্যুইট করেছেন দেশের রাজনৈতিক মহল ৷
মোদি সরকার ক্ষমতায় আসার পর হওয়া জঙ্গি হামলা দেখে নিন এক নজরে-
advertisement
পুঞ্চ জঙ্গি হামলা:
সম্প্রতি পুঞ্চ নির্মীয়মান মিনি সচিবালয়ে ডেরা বানিয়ে গা ঢাকা দিয়ে ছিল কয়েকজন জঙ্গি ৷ খবর পেয়ে নির্মীয়মান বাড়িটিতে হানা দিতেই সংঘর্ষ শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে ৷ পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ জঙ্গি-পুলিশ গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশকর্মীর ৷ এলাকায় জঙ্গি-পুলিশ গুলির লড়াইয়ের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক পুলিশকর্মীর ৷ ৭:৪০ নাগাদ সেনার ৯৩ ব্রিগেড হেডকোয়াটরের কাছে গুলির লড়াই শুরু হয় জঙ্গি ও পুলিশের মধ্যে ৷ প্রায় তিন দিনের গুলির লড়াইয়ের পর খতম করা হয় জঙ্গিদের ৷
advertisement
পুলওয়ামা:
চলতি মাসের ৯ তারিখ CRPF ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা ৷ কিন্তু সেনা তার পাল্টা জবাব দেওয়া সেখান থেকে পালিয়ে যায় তারা ৷ এদিনের ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি ৷ ওই জেলায় চারদিনের মধ্যে এটা দ্বিতীয় হামলা ছিল ৷ এর আগে অগাস্ট মাসে এক পুলিশকর্মীকে বাড়ির সামনে গুলি করে খুন করা হয় ৷ তার কয়েকদিন আগে পুলওয়ামা ডিগ্রি কলেজের সামনে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনায় ১৮ জন পুলিশ ও আধাসামরিক বাহিনী আহত হন ৷
advertisement
কুপওয়াড়া:
কুপওয়াড়ার সীমান্ত রেখার কাছে সেনা জঙ্গি সংঘর্ষ ৷ সেনা জঙ্গি গুলির লড়াইয়ে প্রাণ হারায় দু’জন জওয়ান ৷ আহতের সংখ্যা দুই ৷ দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে চলা এই গুলির লড়াইয়ে খতম হয় চারজন জঙ্গি ৷ চৌকিবাল এলাকায় একটি বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ ৷ এরপর শুক্রবার বিকেলে পুলিশ ও সেনার যৌথবাহিনী ঘিরে ফেলে গোটা এলাকা ৷ সেনাবাহিনী তল্লাশি চালাতে গেলে হামলা করে জঙ্গিরা ৷ পাল্টা জবাবে গুলি চালায় ভারতীয় সেনা ৷ শুরু হয় গুলির লড়াই ৷ এক অফিসার সহ দুই জওয়ান জখম হয়ে পড়েন এই সংঘর্ষে ৷
advertisement
পাম্পোরে
জুন মাসে পুলওয়ামার পাম্পোরে জঙ্গি হামলায় শহীদ হন আট জওয়ান ও জখম হয়েছেন আরও ২৪ জন জওয়ান ৷ তবে ভারতীয় সেনার পাল্টা হামলায় মারা যায় দুই জঙ্গি ৷ এই হামলার দায় স্বীকার করে লস্কর-ই-তৈবা ৷ ভারতীয় সেনা সূত্র খবর, ফায়ারিং রেঞ্জে অনুশীলন সেরে ফেরার পথে শ্রীনগর থেকে ১৪ কিমি দূরে পাম্পোরের ফিস্টবল এলাকায় আচমকাই CRPF জওয়ানদের বাসে হামলা চালায় জঙ্গিরা ৷ জঙ্গিদের চালানো অবিরাম গুলিতে নিহত হন আট আধাসামরিক জওয়ান এবং আহত হন বহু ৷ ঘটনার আকস্মিকতা সামলে উঠে পাল্টা আঘাত হানেন ভারতীয় জওয়ানরা ৷ জওয়ানদের পাল্টা আক্রমণে মারা যায় দুই জঙ্গি ৷ সিআরপিএফ কমান্ডান্ট রাজেশ যাদব সাংবাদিকদের জানান, এই হামলায় ৮ জন জওয়ানকে হারিয়েছে ভারতীয় সেনা ৷ আরও ২৪ জন জওয়ান আহত হয়েছেন ৷ সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলে চিরুণি তল্লাশি চালায় সেনা ৷
advertisement
পাঠানকোট:
চলতি বছরের শুরুর দিকে ভোররাতে সেনা পোশাকে কুয়াশার সুবিধে নিয়ে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন পাক মদতপুষ্ট জঙ্গি ৷ ছ’ঘন্টার লড়াইয়ের পর সেনার হাতে মারা যায় চার জঙ্গি ৷ ছয় জঙ্গির মৃত্যু এবং প্রায় ১০০ ঘণ্টারও বেশি লড়াই ও তল্লাশি অভিযানের পর অবশেষে শেষ হল এক আতঙ্কের অধ্যায়ের ৷ এই লড়াইয়ের মাঝে ভারত হারিয়েছে সাত জন বীর সেনানীকে ৷ আহত মোট ২০ জন জওয়ান ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2016 2:13 PM IST