উরি জঙ্গি হানায় জইশ-এ-মহম্মদের হাত ?

Last Updated:

রবিবার জম্মু কাশ্মীরের উরি সেক্টরের সেনা ছাউনিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় শহীদ হয়েছেন ১৭ জন জওয়ান ৷

#শ্রীনগর: রবিবার জম্মু কাশ্মীরের উরি সেক্টরের সেনা ছাউনিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় শহীদ হয়েছেন ১৭  জন জওয়ান  ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ দীর্ঘ আড়াই ঘণ্টার লড়াইয়ের পর চার জঙ্গিকে খতম করতে সফল হয়েছে সেনা ৷ ভোর ৫:২০ নাগাদ হামলা চালায় তিন চারজনের একটি জঙ্গি দল ৷ সেনা ক্যাম্পে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই ৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উরি হামলার তীব্র নিন্দা করেছেন দেশের প্রাক্তন সেনা ও কূটনীতিকরা ৷ হামলার সমালোচনা করে, তাঁরা স্পষ্টই জানিয়ে দিলেন, এই হামলার বিরুদ্ধে ভারতের গর্জে ওঠা উচিত ৷
DGMO লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং জানিয়েছেন, ‘উরিতে জঙ্গি হানায় পাক মদতপুষ্ট জইশ-এ-মহম্মদের হাত রয়েছে ৷ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে ৷ ’ তিনি বলেছেন, জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বেশ কিছু জিনিসপত্রে পাকিস্তানের ছাপ মিলেছে। ইতিমধ্যেই পাকিস্তানের DGMO- কে এই বিষয়ে জানানো হয়েছে ৷
জানা গিয়েছে, ১৭ জন শহীদ জওয়ানদের মধ্যে ১৪ জন সেই সময় টেন্টে ঘুমোচ্ছিলেন ৷ জঙ্গিরা টেন্ট লক্ষ্য করে গ্রেনেড ছোড়াতে তাদের মৃত্যু হয় ৷ সেনাছাউনিতে আগুন লেগে যাওয়াই তাদের মৃত্যু হয়েছে ৷ উরি জম্মু কাশ্মীরের সীমান্ত রেখার কাছে অবস্থিত ৷
advertisement
advertisement
নরেন্দ্র মোদি ট্যুইট করে লেখেন, ‘উরি হামলার তীব্র নিন্দা করছি ৷ আমি গোটা দেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই হামলার পিছনে যারা রয়েছে তারা শাস্তি পাবেই !’
প্রধানমন্ত্রী এই হামলার জন্য কারা দায়ী সে বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও রাজনাথ সিং আঙুল তুলেছেন পাকিস্তানের দিকে ৷
জঙ্গি হামলার পর থেকেই উরি শহরে সেনাবাহিনীর তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা শহর। কড়া নজরদারি চালানো হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও। এলাকায় চলছে চিরুনি তল্লাশি। জঙ্গিরা রাতের অন্ধকারে সীমান্ত টপকে শহরে ঢুকেছে বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উরি জঙ্গি হানায় জইশ-এ-মহম্মদের হাত ?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement