টেলিভিশনে ফিরছেন অঞ্জনা বসু, সামনে প্রতিপক্ষ নবাগতা লেখা, কে হবেন ‘বিজয়িনী’ ?
Last Updated:
#কলকাতা: কে জিতবে? ক্ষমতা নাকি প্রতিভা? যুগে যুগে এই দ্বৈরথ চলে আসছে। ক্ষমতা চায় নিজের পেশীশক্তির তলায় সকলকে চেপে রাখতে। কিন্তু প্রতিভাকে তো আর দমিয়ে রাখা যায় না। সে নিজের ছন্দেই মাথা চাড়া দিয়ে ওঠে। ছোট তরুলতা থেকে মহীরূহে পরিণত হয়। এবার ক্ষমতা ও প্রতিভার এই দ্বৈরথের বহমান সত্যকেই এক নয়া গল্পের মোড়কে নিয়ে আসছে ‘বিজয়িনী' নামের একটি নতুন ধারাবাহিক।
এই ধারাবাহিকের নায়িকা ‘কেকা’ ৷ যেই চরিত্র অভিনয় করছেন নবাগতা লেখা চট্টোপাধ্যায় ৷ আর তাঁর নায়ক হচ্ছেন নবাগত ইমতিয়াজ হক ৷ ইমতিয়াজের মা ‘সুবর্ণা’র চরিত্রে অভিনয় করছেন অঞ্জনা বসু ৷ এই ধারাবাহিকে সুবর্ণা এক ধ্রপদী নৃত্যশিল্পী। সুবর্ণা এবং কেকার লড়াইয়ের প্রেক্ষাপটেই জমে উঠবে গল্প।
advertisement
advertisement
‘বিজয়িনী’ ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা ৷
কিছুদিন আগেই সামনে এসেছে বিজয়িনী’ ধারাবাহিকটির প্রোমো। সেখানে দেখা গিয়েছে, ঐতিহ্যবাহী লাল পেড়ে সাদা শাড়িতে নটরাজ মূর্তির সামনে ধ্রূপদী নাচের অনুশীলনে রত এক সুন্দরী মহিলা। তাঁর সৌন্দর্য্য, ব্যক্তিত্বে ঝড়ে পড়ছে আভিজাত্য।
advertisement
আর অন্য একটি জায়গায় খোলা মঞ্চে চালু হিন্দি গানের সঙ্গে মন খুলে উত্তাল নাচে ব্যস্ত এক তরুণী। সামনে উপস্থিত জনতার মধ্যে বিপুল চিৎকার, উল্লাস। এই দুই বিপরীত মেরুর মানুষের মধ্যে সংঘাতে শেষে বিজয়িনীর মুকুট কার মাথায় ওঠে, তা দেখতে আপাতত দর্শকের হাতে অপেক্ষা ছাড়া উপায় নেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2018 9:22 PM IST