উত্তরপ্রদেশে আজ পঞ্চম দফার ভোটগ্রহণ, নজরে রাহুলের আমেঠি
Last Updated:
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আজ পঞ্চম দফা ৷ সোমবার সকাল থেকেই রাজ্যের ১১ জেলার ৫১টি আসনে চলছে ভোটগ্রহণ ৷
#লখনউ: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আজ পঞ্চম দফা ৷ সোমবার সকাল থেকেই রাজ্যের ১১ জেলার ৫১টি আসনে চলছে ভোটগ্রহণ ৷ মোট ৬০৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে এদিন ৷ মোট ১ কোটি ৮৪ লক্ষ ভোটদাতা নিজেদের মত দেবেন এই পর্বে ৷ এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৯৬ লক্ষ ৷
বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ । সকাল থেকেই বুথে বুথে চোখে পড়ছে লম্বা লাইন ৷ উত্তরপ্রদেশ ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা এইটি ৷ এই দফায় সকলের চোখ থাকবে রাহুল গান্ধীর আমেঠির দিকে ৷ গোটা রাজ্যে সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট বেঁধে লড়লেও এই কেন্দ্রে তাদের মধ্যে হবে বন্ধুত্বপূর্ণ লড়াই ৷
advertisement
আমেঠি কেন্দ্রে কংগ্রেস যোগ ছাড়াও অন্যতম আকর্ষণ দুই রাণীর লড়াই ৷ আমেঠি কেন্দ্রে একই পরিবারের দুই বধূর মধ্যে যুদ্ধ ৷ রাজা সঞ্জয় সিংয়ের দুই স্ত্রী নেমেছে রাজনীতির মাঠে ৷ কংগ্রেসের তরফে দাঁড়িয়েছেন অমিতা সিং এবং বিজেপির হয়ে লড়ছেন গরিমা সিং ৷ এছাড়াও আম্বেদকরনগর, বহরাইচ কেন্দ্রও এই দফায় গুরুত্বপূর্ণ ৷
advertisement
এই দফার ১৪১ টি কেন্দ্রের মধ্যে শেষবার অর্থাৎ ২০১২ সালে ৮৭টি কেন্দ্রে জিতেছিল সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ১৭, বিজেপি ১৬ এবং কংগ্রেস জয় পেয়েছিল মাত্র ১২ টি কেন্দ্রে ৷
advertisement
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অখিলেশ ৷ রবিবারই মুলায়ম পুত্র বলেন, সপা- কংগ্রেস জোট তিনশোর বেশি আসন দখল করবে উত্তরপ্রদেশে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2017 9:11 AM IST