#নয়াদিল্লি: NPR অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের জন্য লাগবে কোনও নথি ৷ এমনকি দরকার নেই কোনও বায়োমেট্রিক তথ্যেরও ৷ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন সংশ্লিষ্ট কর্মীরা ৷ মৌখিক তথ্যের উপর ভিত্তি করেই তৈরি হবে NPR ৷ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ৷ কেন্দ্রের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, অসম বাদে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২০ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এনপিআর-এর কাজ চলবে ৷ এর জন্য বরাদ্দ করা হয়েছে ৮৫০০ কোটি টাকা ৷
নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি বিতর্কে উত্তাল গোটা দেশ ৷ তার মাঝেই NPR-এ অনুমোদন কেন্দ্রের ৷ ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ NPR চালু করতে বদ্ধপরিকর মোদি সরকার ৷ বিরোধীদের আপত্তি উড়িয়েই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরির কাজ শুরু করতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছে প্রতি ৮ থেকে ১০ বছরে এই পঞ্জি আপডেট করা হবে ৷ তবে জনগণনার মতোই এতে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন ৷ তবে কোনও বায়োমেট্রিক তথ্য বা নথি দেওয়ার প্রয়োজন নেই ৷
Union Minister Prakash Javadekar: Cabinet has approved the conducting of census of India 2021 and updating of National Population Register. It is self declaration, no document, bio-metric etc required for it pic.twitter.com/jkCbM89BhH
— ANI (@ANI) December 24, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Narendra Modi, National Population Register, NPR, Prakash Javadekar, Union Minister Prakash Javadekar