Piyush Goyal Interview : নতুন GST দেশের মানুষকে স্বস্তি দিল! স্বদেশি পণ্যে ভরসা রাখার আহ্বান কেন্দ্রীয় মন্ত্রী গোয়েলের

Last Updated:

Piyush Goyal Interview : কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সিএনএন-নিউজ১৮-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের ঐতিহাসিক জিএসটি সংস্কারের জন্য প্রশংসা করেছেন।

News18
News18
কলকাতা : কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সিএনএন-নিউজ১৮-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের ঐতিহাসিক জিএসটি সংস্কারের জন্য প্রশংসা করেছেন।
নিউজ১৮-এর এডিটর-ইন-চিফ রাহুল জোশীর সঙ্গে কথোপকথনে গোয়েল বলেছেন, কেন্দ্রের জিএসটি সংস্কারের উদ্যোগ দেশবাসীকে দীপাবলির উপহার। তিনি বলেছেন, নতুন জিএসটি স্ল্যাব ভারতীয় মধ্যবিত্তদের জন্য আনা হয়েছে। তিনি এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক (tariffs), ভারতের জিডিপি বৃদ্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলেছেন।
এই সাক্ষাৎকার এমন এক সময় নেওয়া হয়েছে যখন জিএসটি কাউন্সিল ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এই কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার এই কাউন্সিল জিএসটি হ্রাসের অনুমোদন দিয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম।
advertisement
advertisement
এবার থেকে জিএসটি স্ল্যাবে ১২% এবং ২৮% হারের পরিবর্তে শুধু দুটি মূল কর হার থাকবে—৫% এবং ১৮%। বিলাসবহুল এবং ‘সিন গুডস’-এর জন্য থাকবে একটি বিশেষ ৪০% হার।
গোয়েল এদিনের সাক্ষাৎকারে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন নিয়েও কথা বলেছেন। ট্রাম্প প্রশাসন ভারতের উপর ৫০% আমদানি শুল্ক আরোপ করে। আর সেটা রাশিয়া থেকে তেল কেনার কারণে। এই শুল্কের ফলে ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়েল আগেও স্পষ্ট করেছিলেন, ভারত কোনও চুক্তি তাড়াহুড়ো করে চাপের মধ্যে করবে না।
advertisement
পীযূষ গোয়েল সব ভারতীয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘স্বদেশি’ ও ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কেনার জন্য সবার এখন থেকে অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত। তিনি বলেছেন, “অতীতে যা হয়েছে, তা নিয়ে এখন আর কথা বলে লাভ নেই।। কিন্তু অন্তত ভবিষ্যতের জন্য চলুন আমরা সবাই মিলে স্বদেশি পণ্যের দিকে এগিয়ে যাই।”
আরও পড়ুন- অতিরিক্ত ভিড় সামাল দিতে আরও ৭ জোড়া উৎসব স্পেশাল ট্রেন! উত্তর পূর্ব রেলওয়ের উদ্যোগ
বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত বর্তমানে নিয়ম-কানুন সংক্রান্ত জটিলতা কমানো এবং ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার দিকে গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পরিচালিত সরকার জনগণের আস্থা অর্জন করেছে। গোয়েল আরও বলেন, জিএসটি সংস্কারের মূল লক্ষ্য হল জনগণের জীবনযাত্রা সহজ করা, যাতে সরকারের প্রতি মানুষের এই আস্থা বজায় থাকে।
বাংলা খবর/ খবর/দেশ/
Piyush Goyal Interview : নতুন GST দেশের মানুষকে স্বস্তি দিল! স্বদেশি পণ্যে ভরসা রাখার আহ্বান কেন্দ্রীয় মন্ত্রী গোয়েলের
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement