Amit Shah: ‘লড়াই শেষ হয়নি এখনও...’ পহেলগাঁও কাণ্ডে হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রীর! জঙ্গিদের কড়া বার্তা দিলেন অমিত শাহ

Last Updated:

Amit Shah: এদিন অমিত শাহ বলেন, পহেলগাঁওতে হামলা চালানো আতঙ্কবাদীরা যদি ভাবে তারা যুদ্ধ জিতে গিয়েছে, তবে ভুল ভাবছে

‘লড়াই শেষ হয়নি এখনও...’ পহেলগাঁও কাণ্ডে হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রীর! জঙ্গিদের কড়া বার্তা দিলেন অমিত শাহ
‘লড়াই শেষ হয়নি এখনও...’ পহেলগাঁও কাণ্ডে হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রীর! জঙ্গিদের কড়া বার্তা দিলেন অমিত শাহ
নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পরের দিনই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের মর্মান্তিক জঙ্গি হামলার ঘটনায় এবার কড়া প্রতিক্রিয়া জানালেন তিনি। দিল্লির একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ঘটনার কড়া নিন্দা করে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, ‘‘লড়াই এখনও শেষ হয়নি।’’
এদিন অমিত শাহ বলেন, পহেলগাঁওতে হামলা চালানো আতঙ্কবাদীরা যদি ভাবে তারা যুদ্ধ জিতে গিয়েছে, তবে ভুল ভাবছে। তাঁর কথায়, ‘‘লড়াই এখনও শেষ হয়নি। ওরা (সন্ত্রাসীরা) যেন না ভাবে যে আমাদের ২৭ জনকে হত্যা করার পর তারা যুদ্ধ জিতে গিয়েছে।’’
advertisement
advertisement
এদিনের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিরস্ত্র মানুষদের এমন নির্মমভাবে হত‍্যা করার জন‍্য প্রত‍্যেক সন্ত্রাসীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। তাঁর ঘোষণা নরেন্দ্র মোদি সরকার সন্ত্রাসবাদকে উপড়ে ফেলবে এবং এই সন্ত্রাসী হামলার জবাব দেবে।
advertisement
তিনি বলেন, ‘‘হামলায় জড়িত প্রতিটি ব্যক্তিকে উপযুক্ত জবাব দেওয়া হবে। যারা হামলার শিকার হয়েছেন এটি কেবল তাঁদের ব‍্যক্তিগত ক্ষতি নয়, আমাদের ব‍্যক্তিগত ক্ষতি। যারা নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের কাউকেই ছাড়া হবে না’’, হুঙ্কার শাহের।
প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর প্রথম প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, ‘‘আমরা অপরাধীদের খুঁজে বের করতে পৃথিবীর শেষ প্রান্তে পর্যন্ত যাব।’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah: ‘লড়াই শেষ হয়নি এখনও...’ পহেলগাঁও কাণ্ডে হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রীর! জঙ্গিদের কড়া বার্তা দিলেন অমিত শাহ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement