#নয়াদিল্লি: ৩১ অগাস্ট অসমে জাতীয় নাগরিক পঞ্জির (NRC) চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে৷ তার আগে একটি সমীক্ষা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ছিলেন অসমের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও অসমের মুখ্যসচিব৷ বৈঠ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, এনআরসি-তে যাঁদের নাম নেই, তাঁদের ঘাবড়ানোর কিছু নেই৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এনআরসি-তে যাঁদের নাম নেই, তাঁরা যাতে আপিল করতে পারেন, তার ব্যবস্থা করবে রাজ্য সরকার৷ যাঁর নাম এনআরসি তালিকায় নেই, তাঁরা বিদেশি ট্রাইবুনালের মামলা করতে পারবেন৷ এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল ৩১ জুলাই৷ পরে তা পিছিয়ে ৩১ অগাস্ট করা হয়৷
অসমের জতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ডেটা কোন রকম পুনর্মুল্যায়ন এখন আর করা যাবে না৷ অসম এনআরসি পুনর্মুল্যায়ন নিয়ে আবেদনে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, কোনও নথি আর পুনর্মুল্যায়ন হবে না৷ এনআরসি নথি আধার তথ্যের মতোই কড়া সুরক্ষায় রাখার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷
আরও ভিডিও: অসমের পরে পশ্চিমবঙ্গেও এনআরসি?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।